রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত ‘শিক্ষারত্ন’ সম্মান ফিরিয়ে দিলেন পূর্ব মেদিনীপুর (Midnapore) জেলার কাঁথি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তথা বর্তমান দক্ষিণ কাঁথি বিধানসভার বিজেপি বিধায়ক অরূপ কুমার দাস। এই সম্মান ফিরিয়ে দেওয়ার মাধ্যমে আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তিনি।
আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য। চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, অভিনেতা, শিল্পী, ছাত্রছাত্রী, নাগরিক সমাজ সকলে সুবিচারের দাবিতে নেমে এসেছেন রাস্তায়। তারই মধ্যে তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের মন্তব্যে ঘৃতাহুতি পড়েছে। একের পর এক রাজ্য সরকারের সম্মান প্রাপক ব্যক্তিত্ব প্রদত্ত সম্মান ও পুরস্কার প্রত্যাবর্তন করছেন। সেই তালিকায় নতুন সংযোজন কাঁথি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তথা বর্তমান দক্ষিণ কাঁথি বিধানসভার বিজেপি বিধায়ক অরূপ কুমার দাস। ২০১১ সালে প্রথম শিক্ষক দিবসে ‘শিক্ষারত্ন’ সম্মান দেওয়া শুরু হয়। প্রথম বছরই পূর্ব মেদিনীপুর জেলা থেকে সেই সম্মান পান অরূপ কুমার দাস। কিন্তু আরজি কর কান্ডের প্রতিবাদে শিক্ষক দিবসের দিনেই সেই সম্মান ফিরিয়ে দেওয়া ঘোষণা করলেন এই বর্ষীয়ান প্রাক্তন শিক্ষক।
বৃহস্পতিবার কাঁথিতে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই ঘোষণা করেন অরূপবাবু। শিক্ষক দিবসের অনুষ্ঠানে এইদিন অনেক প্রাক্তন ও বর্তমান শিক্ষক উপস্থিত ছিলেন। তিনি বলেন, “দাবি একটাই সাধারণ মানুষের নিরাপত্তা এবং আরজিকর কাণ্ডের নির্দিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করা এবং তাদের শাস্তির ব্যবস্থা করা। যতক্ষণ না মূলদোষীদের সাজা পাচ্ছে ততক্ষণ এই রাজ্যের সরকারের কাছ থেকে কোন সম্মান কাছে রাখাটা ঠিক বলে মনে করছি না।” বর্তমান রাজ্য সরকার সমাজবিরোধী কার্যকলাপকারীদের সুরক্ষা দিচ্ছে বলেন অভিযোগ করেন তিনি। এগরার বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের চেয়ারম্যান তরুণ কুমার মাইতি এই প্রতিবাদকে ব্যক্তিগত বলে অভিহিত করেছেন।