Midnapore: মেদিনীপুর কলেজ ভারত সেরার তালিকায়, উচ্ছ্বসিত জেলাবাসী

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

মেদিনীপুর (Midnapore) শহর ফের সর্বভারতীয় মানচিত্রে। মেদিনীপুরের (Midnapore) ঐতিহ্য মেদিনীপুর কলেজ (Midnapore College) এবার ভারত সেরা কলেজের তালিকায়। জাতীয় স্তরে সদ্য প্রকাশিত NIRF র‍্যাঙ্কিং-এ দেশের সেরা ১০০ টি কলেজের তালিকায় ৩২ নম্বর স্থান অর্জন করেছে মেদিনীপুরের (Midnapore) ঐতিহ্যবাহী কলেজটি। জাতীয় স্তরে মেদিনীপুর কলেজের এই সাফল্যে উচ্ছ্বসিত শহর তথা পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলাবাসী।

কেন্দ্রীয় সরকারের অধীন ন্যাশনাল ইন্সটিটিউট র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (NIRF) প্রতি বছরেই দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটগুলির ক্রমতালিকা প্রকাশ করে। প্রতিষ্ঠানগুলির শিক্ষা ব্যবস্থার মান, ছাত্রছাত্রীদের সাফল্য, পরিকাঠামো, সুযোগ সুবিধা, ক্যাম্পাসিং, শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি প্রভৃতি একাধিক বিষয় পর্যালোচনা করে NIRF এর তরফে এই ক্রমতালিকা প্রকাশিত হয়। জাতীয় তথা আন্তর্জাতিক স্তরে এই ক্রমতালিকাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। এর ক্রমতালিকাতেই এবার সেরাদের সঙ্গে বিরাজ করছে মেদিনীপুর কলেজের নাম। NIRF র‍্যাঙ্কিং-এ দেশের সেরা ১০০ টি কলেজের তালিকায় ৩২ নম্বর স্থান অর্জন করেছে মেদিনীপুর কলেজ।

শিক্ষা হোক বা খেলাধূলা, বরাবরই রাজ্য তথা দেশের কাছে মেদিনীপুরের উজ্জ্বল উপস্থিতি। সাম্প্রতিক সময়ে একাডেমিক ক্ষেত্রে জাতীয় স্তরে একাধিক সাফল্য অর্জন করেছে মেদিনীপুরেরই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপক গবেষণাক্ষেত্রে সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক সম্মানেও সম্মানিত হয়েছেন। এবার সেই সাফল্যের সরণিতে মেদিনীপুর কলেজও। দেশের সেরা ১০০ টি কলেজের ক্রমতালিকায় মেদিনীপুর কলেজের অবস্থান সেই সাফল্যের নামান্তর। এই সাফল্যে স্বাভাবিক ভাবেই মেদিনীপুর শহর তথা পশ্চিম মেদিনীপুরের শিক্ষানুরাগী মানুষজন উচ্ছ্বসিত।