Midnapore: ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগ, মেদিনীপুর কলেজে বিক্ষোভ ছাত্রছাত্রীদের

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

এবার ঘটনাস্থল মেদিনীপুর (Midnapore)! মেদিনীপুর কলেজে ছাত্রীদের মেসেজ ও কল করে উত্যক্ত করার অভিযোগ উঠলো এক শিক্ষাকর্মীর বিরুদ্ধে। সেই কর্মীর কাজে যোগদানের বিরুদ্ধে বিক্ষোভ দেখান কলেজের ছাত্রছাত্রীরা। কলেজের উইমেন্স সেলের কাছে ঐ শিক্ষাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান পড়ুয়ারা।

মেদিনীপুর কলেজের পড়ুয়াদের অভিযোগ, কলেজের বাংলা বিভাগের চুক্তিভিত্তিক ঐ শিক্ষাকর্মী কলেজের ছাত্রীদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে ও রাতে কল করে বিভিন্ন ভাবে উত্যক্ত করতেন। এরপর ছাত্রীরা লিখিত ভাবে অভিযোগ জানান অধ্যক্ষকে। তারপরেই কলেজ কর্তৃপক্ষ ঐ কর্মীকে দীর্ঘ ছুটিতে পাঠায়। এরপর বিভাগ বদলে অভিযুক্ত ঐ শিক্ষাকর্মী সোমবার ফের কাজে যোগ দেন। তারপরেই বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীরা।

মেদিনীপুর কলেজের ছাত্রছাত্রীরা অধ্যক্ষের অফিসের সামনে বসে বিক্ষোভ দেখান। হোয়াটসঅ্যাপের চ্যাটের প্রমাণ সহ অধ্যক্ষের কাছে ফের লিখিত অভিযোগ জানান ছাত্রীরা। কলেজের উইমেন্স সেল অবিলম্বে ঐ শিক্ষাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রীরা। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন মেদিনীপুর কলেজের অধ্যক্ষ।