Midnapore: মেদিনীপুর সরগরম! সমবায় ব্যাঙ্কের নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল বনাম সিপিএম

Published On:

Midnapore: মেদিনীপুর সরগরম! সমবায় ব্যাঙ্কের নির্বাচনের (Co-operative Bank Election) মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে তুমুল অশান্তি তৃণমূল (TMC) ও সিপিএমে (CPIM) মধ্যে! মেদিনীপুর পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্কের ভোটের আগে দুই দলের সমর্থক ও কর্মীদের মধ্যে ধস্তাধস্তির চিত্র জেলা শহরে।

মেদিনীপুরের অলিগঞ্জ এলাকার পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্কে ভোট হতে চলেছে। প্রায় ১১ বছর পরে হতে চলেছে নির্বাচন। আগামী ২৩ মার্চ ৫১টি আসনের এই সমবায় সমিতিতে নির্বাচন হবে৷ তার আগে চলছে মনোনয়ন পত্র তোলার পালা। সোমবার থেকেই এলাকায় ছিল উত্তেজনার পরিবেশ। কোতোয়ালি থানার পুলিশের বিরুদ্ধে দলের পূর্ব এরিয়া কমিটির কার্যালয়ে বিনা নোটিসে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ এনেছিল সিপিআইএম। মঙ্গলবার সকালে মনোনয়ন পত্র তুলতে যাওয়ার সময় তৃণমূল কর্মী-সমর্থকরা রাস্তা আটকে তাঁদের উপর চড়াও হয় বলে অভিযোগ এনেছেন সিপিএম কর্মী সমর্থকেরা। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

ঘটনার অভিঘাতে, ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন দুই দলের কর্মী সমর্থকেরা। সম্প্রতি সমবায় সমিতির নির্বাচনে পূর্ব মেদিনীপুরের এগরায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়েছিল। এবার পশ্চিম মেদিনীপুরেও সেই পরিস্থিতি তৈরি হতে চলেছে কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।