Midnapore: প্রত্যাখ্যান মমতার পুজোর অনুদান, আরজি করের প্রতিবাদে সামিল মেদিনীপুরের দুই পুজো কমিটি

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
দুই মেদিনীপুরের (Midnapore) দু’টি দুর্গাপুজো কমিটি প্রত্যাখ্যান করলো রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান। আরজি কর মেডিক্যাল কলেজে (RG Kar Case) ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে ও তিলোত্তমার বিচারের দাবিতেই তাদের এই পদক্ষেপ বলে জানানো হয়েছে পুজো কমিটি দু’টির তরফে। তাদের মধ্যে একটি হল পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সাগরপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবং অন্যটি পূর্ব মেদিনীপুরের এগরার দিঘা মোড় সর্বজনীন দুর্গোৎসব কমিটি।

পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সাগরপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির তরফে জানানো হয়েছে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে তাঁরা রাজ্য সরকারের ৮৫ হাজার টাকার অনুদান প্রত্যাখ্যান করছেন। শুধু তাই নয়, আরজি করের ঘটনার প্রতিবাদে তাঁরা দেবীর আরাধনায় সামিল হলেও উৎসবে মাতবেন না। তাঁদের সাংস্কৃতিক মঞ্চের নাম হচ্ছে ‘তিলোত্তমা মঞ্চ’। এছাড়া পুজো মন্ডপে পুজোর কয়দিন তিলোত্তমার প্রতীকী ছবি রাখা থাকবে ও সর্বক্ষণ তার সামনে জ্বলবে মোমবাতি। এই ভাবেই তিলোত্তমার জন্য বিচারের দাবি জানাবেন তাঁরা।

একই ভাবে আরজি কর কান্ডের প্রতিবাদে অনুদান প্রত্যাখ্যান করছে পূর্ব মেদিনীপুরের এগরার দিঘা মোড় সর্বজনীন দুর্গোৎসব কমিটি। সেই মর্মে স্থানীয় থানা ও মহকুমা শাসককে মেল করে তা জানানো হয়েছে। সেই সঙ্গে পুজোয় রাজ্য সরকার প্রদত্ত ‘বিশ্ব বাংলা’ পুরস্কারের জন্য প্রতিযোগিতাতেও সামিল হবেনা পুজো কমিটিটি। তাদের পুজো মণ্ডপে কোনও রকম সরকারি ফ্লেক্স বা বিজ্ঞাপন এবং স্টল রাখা হবে না। মণ্ডপ আরজি করের ঘটনা নিয়ে বিভিন্ন খণ্ডচিত্র দিয়ে সাজিয়ে সমাজকে সচেতনতার বার্তাও দেওয়া হবে।

আরজি করের ঘটনার পর ১ মাস অতিক্রান্ত। তিলোত্তমার ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে এখনও জারি আন্দোলন। তদন্তভার গিয়েছে সিবিআই-এর হাতে। কিন্তু প্রতিবাদ আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল গোটা রাজ্য। তিলোত্তমার ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে ইতিমধ্যেই রাজ্যের একাধিক ক্লাব ও পুজো কমিটি দুর্গাপুজোয় রাজ্য সরকারের দেওয়া অনুদান প্রত্যাখ্যান করেছে। এবার সেই তালিকায় নতুন সংযোজন পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের দু’টি দুর্গোৎসব কমিটি।