Midnapore By Election 2024: বাহিনীর সঙ্গে তুমুল বচসা সুজয় হাজরার, মদ্যপ অবস্থায় অভব্য আচরণের অভিযোগ

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Midnapore By Election 2024: বুধবার মেদিনীপুর (Midnapore) সহ রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের (By Election 2024) ভোটগ্রহণ। ভোটের দিন সকাল থেকেই ঘটনাবহুল মেদিনীপুর (Midnapore)। মেদিনীপুরের শালবনীর (Salboni) সাতপাটিতে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তুমুল বচসায় জড়ালেন খোদ তৃণমূল প্রার্থী সুজয় হাজরা (Sujoy Hazra) ও তৃণমূলের কর্মী সমর্থকেরা। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় তৃণমূল প্রার্থীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠেছে। তৃণমূল প্রার্থীর আরও অভিযোগ, তাঁর নিজের বুথ স্মৃতিকণা অরবিন্দ হাইস্কুল সহ মেদিনীপুর বিধানসভার একাধিক বুথে ঠিক করে কাজ করেনি ইভিএম মেশিন। বিকাল ৫ টা পর্যন্ত মেদিনীপুরে ভোট পড়েছে ৭১.৮৫ শতাংশ। রাজ্যে সবচেয়ে বেশি ভোট বাঁকুড়ার তালড্যাংরায়।

মেদিনীপুরর উপনির্বাচন ঘটনাবহুল। ভোটের দিনেই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তুমুল বচসায় জড়ালেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা ও অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকেরা। বাহিনীর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছেন তৃণমূল প্রার্থী। তাঁর আরও অভিযোগ, তিনি যে বুথের ভোটার সেই স্মৃতিকণা অরবিন্দ হাইস্কুল সহ মেদিনীপুর বিধানসভার একাধিক বুথে ঠিক করে কাজ করেনি ইভিএম মেশিন। এমনকি সেই বিষয়ে নির্বাচন কমিশনের জেনারেল অবজার্ভারকে একাধিক বার অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ সুজয়ের। এইদিন ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ান সুজয়। কর্মী সমর্থকদের নিয়ে তিনি বুথের কাছাকাছি আসতেই বাধা দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। উপস্থিত জওয়ানের সঙ্গে বচসা শুরু হয় সুজয় ও অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকদের। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে সমস্যা মেটে। ভোট দেন তৃণমূল প্রার্থী।

মেদিনীপুরের ২১ নম্বর ওয়ার্ডের একটি বুথে তৃণমূল প্রার্থীর সুজয় হাজরার পোলিং এজেন্টকে হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। মেদিনীপুরের এসএমআই হাই মাদ্রাসার বুথে তুমুল উত্তেজনা তৈরি হয়। তৃণমূল প্রার্থী সুজয় হাজরার অভিযোগ, মদ্যপ অবস্থায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁর সঙ্গে অভব্য আচরণ করেছে। মদ্যপ জওয়ানরা প্রার্থীকেই চিনতে পারছে না বলে অভিযোগ তাঁর।

অন্যদিকে মেদিনীপুরের শালবনীর সাতপাটিতে আক্রান্ত হন বিজেপির মণ্ডল সভাপতি বাবলু ঘোষ। অভিযোগ, তৃণমূলের কর্মী সমর্থকেরা তাঁকে মারধর করেছে। আহত অবস্থায় ওই বিজেপি নেতাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিজেপির অভিযোগ, বাবলু দলীয় পোলিং এজেন্টকে বুথে বসাতে নিয়ে গিয়েছিলেন। সেই সময়ে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে তাঁর বচসা হয় ও তাঁকে মারধর করা হয়। তৃণমূল যদিও এই অভিযোগ অস্বীকার করেছে। সবমিলিয়ে বিকেল ৫টা পর্যন্ত বাংলায় বিধানসভা উপনির্বাচনে ভোটদানের গড় ৬৯ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে তালড্যাংরায়, ৭৫.২০ শতাংশ। মেদিনীপুরে ভোট পড়েছে ৭১.৮৫ শতাংশ।