চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
Midnapore By Election 2024: মেদিনীপুর (Midnapore) বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে বিজেপি (BJP) প্রার্থী হচ্ছেন শুভজিৎ রায়৷ রাজ্যের ছয় আসনে উপনির্বাচনে (By Election 2024) প্রার্থীদের নাম ঘোষণা করেছে পদ্মশিবির (BJP)। প্রার্থী হিসাবে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে খবর দল সূত্রে।
গতকাল শুক্রবার থেকে রাজ্যের উপ-নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা নেওয়া শুরু হয়েছে। শনিবারই অন্যান্য দলের আগে সর্বপ্রথম উপ-নির্বাচনের প্রার্থীতালিকা প্রকাশ করলো বিজেপি। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিটে প্রার্থী হচ্ছেন শুভজিৎ রায়। সিতাই বিধানসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন দীপক কুমার রায়। মাদারিহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী রাহুল লোহার। নৈহাটিতে প্রার্থী হচ্ছেন রূপক মিত্র। তালড্যাংরা কেন্দ্রে প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী। বিজেপি সূত্রে জানা গিয়েছে, জেলা নেতৃত্বের তরফে পাঠানো নামই প্রার্থী হিসাবে চূড়ান্ত করেছে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব।
মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী শুভজিৎ রায় দীর্ঘদিনের বিজেপি কর্মী। এর আগে আরএসএস-এর সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। পেশায় আইনজীবী শুভজিৎ জেলার রাজনীতিতে শুভেন্দু অনুগামী হিসাবে পরিচিত বলে অভিমত রাজনৈতিক মহলের। এর আগে ২০২২ সালের পৌরসভা নির্বাচনে মেদিনীপুর শহরের ৬ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি। কিন্তু তৃণমূল প্রার্থী ডাঃ গোলক মাঝির কাছে হেরে যান। তিনিই এবার তৃণমূলকে তাদের জেতা আসনে হারাতে বিজেপির টেক্কা। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে আগামীকাল অর্থাৎ রবিবার প্রার্থী ঘোষণা করা হতে পারে।