ফের মেদিনীপুরের (Midnapore) ছেলের সাফল্য! ইস্ট জোন অ্যাথলেটিকস মিটে (East Zone Athletics Meet-2024) জ্যাভলিন থ্রোয়ে অনূর্ধ্ব ২০ বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে মেদিনীপুরের মেঘনাদ পূর্তি। এর আগে একই বিভাগে রাজ্যস্তরে সাফল্য অর্জন করেছিল পশ্চিম মেদিনীপুরের ডেবরার মলিঘাটির বাসিন্দা দ্বাদশ শ্রেণির এই ছাত্র।
ভুবনেশ্বরে ৭ থেকে ৯ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে ইস্ট জোন অ্যাথলেটিকস মিট ২০২৪। জ্যাভলিন থ্রোয়ে অনূর্ধ্ব ২০ বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে মেদিনীপুরের মেঘনাদ পূর্তি। ৫৭.৯৭ মিটার দূরত্ব থ্রো করেছে সে। পশ্চিম মেদিনীপুরের ডেবরার মলিঘাটির বাসিন্দা তথা শালবনীর ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র মেঘনাদ, গত মার্চে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় জ্যাভলিন থ্রোয়িংয়ে প্রথম স্থান অধিকার করেছিল। তারপর ৭ আগস্ট জাতীয় জ্যাভলিন দিবসে কলকাতায় রাজ্য অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন (West Bengal State Athletics Association)-র উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব ২০ বিভাগে জ্যাভলিন প্রতিযোগিতায় প্রথম স্থান থেকে অধিকার করে সে।
এখানেই শেষ নয়। সেই সাফল্যের পরের দিনই ৭২তম স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ-২০২৪ (72nd State Athletics Championship 2024)-এ অনূর্ধ্ব ২০ বিভাগে তৃতীয় স্থান দখল করে ব্রোঞ্জ জেতে মেঘনাদ। এবার সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতাতেও সাফল্য অর্জন করলো সে। মেঘনাদের সাফল্যে উচ্ছ্বসিত জেলার ক্রীড়ামহল।