Midnapore: উপ-নির্বাচনের আগেই বিজেপিতে ফাটল মেদিনীপুরে, জুন মালিয়ার উপস্থিতিতে তৃণমূলে যোগ একাধিক নেতার

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Midnapore: মেদিনীপুরে আসন্ন উপ-নির্বাচন (By Election 2024)। তার আগে মেদিনীপুরে (Midnapore) বিজেপি-তে (BJP) ফাটল। তৃণমূলে (TMC) যোগ দিলেন একাধিক বিজেপি নেতা। রবিবার প্রাক-নির্বাচন প্রচারের উদ্দেশ্যে কাশীজোড়া সীতানাথপুর রোডে তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজিত হয়েছিল একটি জনসমাবেশ। উপস্থিত ছিলেন সাংসদ জুন মালিয়া (June Maliya)। তাঁরই উপস্থিতিতে বিজেপি ছেড়ে জোড়াফুল পতাকা হাতে তুলে নেন মেদিনীপুরের (Midnapore) একাধিক বিজেপি নেতা।

রবিবার মেদিনীপুরে কাশীজোড়া সীতানাথপুর রোডে তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজিত হয়েছিল জনসমাবেশ। সেখানেই বিজেপির পঞ্চায়েত সদস্য দীপক হাঁসদা, বিজেপির ব্লক কমিটির সদস্য সুভাষ সাঁতরা সহ কাশীজোড়া এলাকার একাধিক বিজেপি নেতাকর্মী তৃণমূলে যোগ দেন। তৃণমূলে যোগদানের মাধ্যমে স্থানীয় এলাকার উন্নয়নে আরও কার্যকরীভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তাঁরা। সাংসদ জুন মালিয়া নতুন সদস্যদের দলে স্বাগত জানান। তিনি বলেছেন, “তৃণমূল স্তরে তাদের যোগদান অমূল্য হবে। কারণ আমরা এখানে কাশীজোড়া এবং তার বাইরের মানুষের চাহিদা পূরণের জন্য একসাথে কাজ করি।”

২৪ ঘন্টা আগেই শ্যামলী সিং-এর দিনে দুইবার দলবদলকে কেন্দ্র করে সরগরম হয়েছিল স্থানীয় রাজনীতি। শনিবার দুপুরে মেদিনীপুর বিধানসভার অধীন শালবনী ব্লকের ৯নং কাশীজোড়া অঞ্চলের দেউলকুন্ডাতে প্রচারে এসেছিলেন দিলীপ ঘোষ। উপস্থিত ছিল উপ-নির্বাচনে মেদিনীপুরের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ও। সেখানে শ্যামলী সিং, তাঁর পরিবার বিজেপির পতাকা হাতে নিয়ে বিজেপিতে যোগদানের ঘোষণা করেন। কিন্তু সন্ধ্যায় কাশীজোড়া অঞ্চলের পারুলিয়াতে অনুষ্ঠিত তৃণমূলের পথসভায় ফের তৃণমূলের পতাকা হাতে নিয়ে তৃণমূলে যোগদানের ঘোষণা করেন শ্যামলী। তিনি দাবি করেন, বিজেপি তাঁকে ভুল বুঝিয়ে পতাকা হাতে ধরিয়েছিল। নিজের ভুল বুঝতে পেরে তা শোধরাতে তিনি নিজেই তৃণমূলে ফিরে এসেছেন। এরপর ফের স্থানীয় নেতাকর্মীদের দলত্যাগে ভোটের আগে কিছুটা হলেও অস্বস্তিতে স্থানীয় বিজেপি নেতৃত্ব।