Midnapore Awas: সবচেয়ে বেশি বাড়ি পাচ্ছে পশ্চিম মেদিনীপুর, বাংলার বাড়ি প্রকল্পে দারুণ উপহার

Published On:

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Midnapore Awas: মেদিনীপুরবাসীর জন্য বছর শেষের উপহার! বাংলা বাড়ি প্রকল্পে (Banglar Bari) রাজ্যে সবচেয়ে বেশি বাড়ি পেতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলা (Paschim Midnapore)। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পে (Banglar Bari) মোট ২ লক্ষ ৭৬ হাজার ৫১০টি বাড়ি তৈরি হবে জেলায়। বাড়ির জন্য আবেদনের পর দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা বহু জেলাবাসী (Paschim Midnapore) এবার বাড়ি পেতে চলেছেন বাংলার বাড়ি প্রকল্পে। সেজন্য জেলা জুড়ে চলছে বাড়ি সমীক্ষার কাজ।

জানা গিয়েছে, বাংলা বাড়ি প্রকল্পে পশ্চিম মেদিনীপুর জেলায় প্রথম ধাপে বাড়ি পাবেন ১ লক্ষ ৫৮৭ জন। ইতিমধ্যে সেজন্য বরাদ্দ হয়েছে ৬০৩ কোটি টাকা। প্রশাসনিক সূত্রে খবর, জেলায় বাড়ির জন্য ২০২১-২২ সালে তৈরি হওয়া তালিকা পুনরায় খতিয়ে দেখা হয়। মোট ১৭৫৬টি পর্যবেক্ষক দল জেলা জুড়ে ৩ লক্ষেরও বেশি বাড়ি পর্যবেক্ষণ ও সমীক্ষা করে তালিকা পুনর্বিবেচনা ও তালিকা প্রস্তুত করেছে। সমীক্ষার কাছে সমস্ত ব্লকের বিডিও ও মহকুমা আধিকারিকরাও অংশ নেন। প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতে প্রায় ৬০ হাজার বাড়িতে বিশেষ সমীক্ষাও চালানো হয়।

Midnapore Awas: সবচেয়ে বেশি বাড়ি পাচ্ছে পশ্চিম মেদিনীপুর, বাংলার বাড়ি প্রকল্পে দারুণ উপহার

আবাস সমীক্ষায় জেলাশাসক

রাজ্যে বাংলার বাড়ি প্রকল্পে স্বচ্ছতা বজায় রেখে ও প্রকৃত উপভোক্তাদের সুবিধা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে আবাস প্রকল্পে অযোগ্য বাড়ি পেয়েছেন বলে অনেক অভিযোগ উঠেছে। শাসক দলের বিরুদ্ধে বারংবার দুর্নীতির অভিযোগ এনেছেন বিরোধীরাও। এবারে তাই তালিকা পুনরায় সমীক্ষার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। এই বারে প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় ১২ লক্ষ পরিবারের মানুষ উপকৃত হবেন।