Midnapore: রাজ্যস্তরে উজ্জ্বল মেদিনীপুর, স্বপ্ন বুনছে আকাশ মাহাতো

Last Updated:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
রাজ্যস্তরে ফের উজ্জ্বল মেদিনীপুর (Midnapore)। মেদিনীপুরের (Midnapore) প্রতিযোগীরা সাফল্য অর্জন করলো ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক্স স্টেট চ্যাম্পিয়নশিপে। ৩ থেকে ৪ আগস্ট কলকাতার সাই কমপ্লেক্সে আয়োজিত এই প্রতিযোগিতায় মেদিনীপুর (Midnapore) ক্রীড়া সংস্থা থেকে ৪২ জন প্রতিযোগী অংশ নিয়েছিল। তার মধ্যে একাধিক প্রতিযোগী একাধিক বিভাগে পোডিয়ামে স্থান পেয়েছে। তারই মধ্যে একজন পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) শালবনী (Salboni) থানার পিড়াকাটার বাসিন্দা দশম শ্রেণির ছাত্র আকাশ মাহাতো। আকাশ ৬০০ মিটার দৌড় প্রতিযোগিতায় রাজ্য স্তরে দ্বিতীয় স্থান অধিকার করেছে।

শালবনী (Salboni) থানার পিড়াকাটার বুড়িপালা গ্রামের বাসিন্দা আকাশ মাহাতো, পিড়াকাটা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। রাজ্যস্তরে ছেলেদের অনূর্ধ্ব ১৬ বিভাগে ৬০০ মিটার দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে সে। সময় নিয়েছে ১ মিনিট ২৫.৭ সেকেন্ড। তার বাবা মা দুইজনেই শালবনী থানায় স্পেশাল হোমগার্ড হিসাবে কর্মরত। আকাশ এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থী। সেজন্য বাবা বাইরে ছেলেকে ছাড়তে চাননি। আকাশ নিজেই গ্রামের মাঠে বাচ্চাদের সঙ্গে খেলতো এবং সেখানেই অনুশীলন করতো। সেই সঙ্গে ট্রেনার সুব্রত পানের কাছে সপ্তাহে একদিন প্রশিক্ষণ নিত। সেই ছেলেই এখন গ্রামের মাঠ থেকে সোজা কলকাতার মাঠে সাফল্যের পোডিয়ামে।

আকাশের বাবা সুনীল মাহাতো ছেলের সাফল্য সম্পর্কে বলতে গিয়ে GNE Bangla-র প্রতিনিধিকে বলেন, “আমাদের সেই অর্থনৈতিক পরিস্থিতি নেই, যে আমরা ছেলের জন্য ভালো প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারবো। টাকা দিয়ে কোচ রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই সরকারি ভাবে যদি ছেলেকে কোনো সুযোগ করে দেওয়া যায়, তাহলে সে আগামীদিনে আরো উন্নতি করতে পারবে।”

আকাশ ছাড়াও মেদিনীপুর থেকে একাধিক সাফল্য এসেছে। মেয়েদের অনূর্ধ্ব ১৬ বিভাগে হাই জাম্পে ১.৪৭ মিটার ও লং জাম্পে ৪.০৩ মিটার লাফিয়ে দুটি বিভাগেই প্রথম হয়েছে ওবামি মুর্মু। ছেলেদের অনূর্ধ্ব ১৬ বিভাগে ৬০ মিটার দৌড়ে প্রথম ও লং জাম্পে দ্বিতীয় হয়েছে জয়দেব দোলই। একই বিভাগে ৬০০ মিটার দৌড়ে ১ মিনিট ২৫.২ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছে অভিজিৎ পাল। ১ মিনিট ২৫.৭ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছে আকাশ মাহাতো। পোডিয়াম না পেলেও আরও একাধিক বিভাগে ভালো ফল করেছে জেলার ছেলেমেয়েরা।