Midnapore Accident: মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মৃত মেদিনীপুরের দুই যুবক

Published On:

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Midnapore Accident: মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল মেদিনীপুরের (Midnapore) দুই যুবকের। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের (Paschim Midnapore) খড়গপুরের (Kharagpur) মাদপুর এলাকায় ১৬নং জাতীয় সড়কের উপর। মৃতদের নাম বাপ্পাদিত্য সিনহা ও সন্তোষ গুপ্তা। বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। দুই বন্ধুর দোকান আছে মেদিনীপুরের পঞ্চুরচক এলাকায়। তাদের মৃত্যুতে শোকের ছায়া শহরে।

আরও পড়ুনঃ আইসক্রিম আসল নাকি নকল? এই 3 উপায়ে চিহ্নিত করুন

মেদিনীপুরের পঞ্চুরচক এলাকায় রয়েছে তোড়াপাড়ার বাসিন্দা সন্তোষের ইডলি-ধোসার দোকান। তার দোকানের কাছেই হাতার মাঠের বাসিন্দা বাপ্পাদিত্যের চায়ের দোকান। বৃহস্পতিবার রাতে ভাগ্নার জন্মদিন থাকায় বন্ধু সন্তোষকে নিয়ে বাপ্পাদিত্য বাইকে ডেবরা যায়। ফেরার সময় ভোর ৩ টে নাগাদ মাদপুরের কাছে অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় দুই বন্ধুরই ঘটনাস্থলে মৃত্যু হয়। দুর্ঘটনার তীব্রতায় চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে তাদের বাইকটি।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়গপুর গ্রামীণ থানার পুলিশ। খবর পেয়ে দুই যুবকের পরিবার গিয়ে মৃতদেহ সনাক্ত করে। শুক্রবার সকালে খড়গপুর মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মেদিনীপুর হেড পোস্ট অফিসের বিপরীতে সন্তোষের দোকান, একটু দূরেই বাপ্পাদিত্যের দোকান। দুই বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ প্রতিবেশী, পরিজন ও এলাকার অন্যান্য দোকানদাররা।