Midnapore: মেদিনীপুরে অভয়া মঞ্চ, সঙ্গে আরজি করের ঘটনার প্রতিবাদ

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Midnapore: আরজি কর মেডিক্যাল কলেজে (RG Kar Incident) ঘটা নৃশংস ঘটনার প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে ঘটনার ১০৩ দিনের মাথায মেদিনীপুর (Midnapore) শহরের ঐতিহ্যবাহী বিদ্যাসাগার স্মৃতি মন্দিরে আয়োজিত জন জাগরণ সভায় মেদিনীপুরের চল্লিশটিরও বেশি স্বাস্থ্য, বিজ্ঞান, সাংস্কৃতিক,ক্রীড়া,শিক্ষা ও স্বেচ্ছাসেবী সংগঠন ও সংস্থার প্রতিনিধিরা এবং প্রতিবাদী জনগণ মিলিতভাবে গঠন করলেন’ ‘অভয়া মঞ্চ মেদিনীপুর ‘। অভয়া মঞ্চের সভাপতি নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান চিকিৎসক ডাঃ বিবেক বিকাশ মণ্ডল। আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে চিকিৎসক ডাঃ দীপক মাইতি, অধ্যাপক ড: প্রসেনজিৎ আচার্য, সমাজকর্মী মধুমিতা ভুঞ্যা সরকার ও রক্তদান আন্দোলনের কর্মী সুদীপ কুমার খাঁড়া।

এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে আলোচ্য বিষয়ে বক্তব্য রাখেন, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডাঃ কৃষ্ণেন্দু রায়। এছাড়াও মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডক্টরস ফোরাম, রেসিডেন্ট ডক্টরস ফোরাম, ডক্টরস ফর ডেমোক্রেসির প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এছাড়াও আলোচনায় অংশ নেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি পক্ষে অধ্যাপক ড.প্রসেনজিৎ আচার্য, বিজয়ওয়াড়াতে র‍্যাগিং-এ অকালে ঝরে যাওয়া তরতাজা তরুণ, কৃতি ছাত্র সৌরদীপ চৌধুরীর বাবা মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুদীপ চৌধুরী প্রমুখরা।

শুরুতে ফিনিক্স নাটক মঞ্চস্থ করেন মেদিনীপুর নাট্য সমন্বয় মঞ্চ, নৃত্য পরিবেশন করে তালম ও নৃত্য বিতানের ছাত্রীরা একক নৃত্য পরিবেশন করেন শায়রী চক্রবর্তী। সভা শেষে মশাল প্রজ্বলন করে শপথ গ্রহণ করা হয় ন্যায় বিচার অর্জনের জন্য। সভার সভাপতিত্ব করেন ডাঃ সুহাস রঞ্জন মণ্ডল, ডাঃ বিবেক বিকাশ মণ্ডল ও অধ্যাপিকা রীনা পাল। সভা সঞ্চালনা করেন ডাঃ দেবব্রত চ্যাটার্জী, মধুমিতা ভূঞ্যা সরকার ও সুদীপ কুমার খাঁড়া। এদিনের সভায় সমাজের বিভিন্ন অংশের প্রতিবাদী জনগণ উপস্থিত ছিলেন।