চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
পশ্চিম মেদিনীপুরে (Midnapore) কর্মসংস্থানের আশা জাগাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের নয়া সিদ্ধান্ত। জেলায় গড়ে উঠতে চলেছে ৪টি শিল্পপার্ক (Industrial Park)। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গড়বেতা-১, চন্দ্রকোনা-২, মেদিনীপুর সদর ও কেশপুর ব্লকে এই শিল্পপার্কগুলি গড়ে উঠবে।
রাজ্যকে শিল্পবান্ধব হিসাবে উপস্থাপিত করতে ও কর্মসংস্থানকে গুরুত্ব দিয়ে গোটা রাজ্যে মোট ১০০টি শিল্পপার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই সিদ্ধান্তের অংশ হিসাবেই পশ্চিম মেদিনীপুর জেলায় ৪টি শিল্পপার্ক গড়ে তোলার উদ্যোগ। জানা গিয়েছে, গড়বেতা-১ ব্লকের শিল্পপার্কটি গনগনি এলাকায় গড়ে উঠবে। ৬০ নম্বর জাতীয় সড়ক ও রেল যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। চন্দ্রকোনা-২ ব্লকের লালগড়ে হবে দ্বিতীয় শিল্পপার্ক। তৃতীয় শিল্পপার্কটি মেদিনীপুর সদর ব্লকের মুড়াকাটা এলাকায় গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চতুর্থ শিল্পপার্কটি গড়ে উঠবে কেশপুর ব্লকের চাঁদমুড়া এলাকায়।
শিল্পপার্কগুলিতে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি গুরুত্ব দেওয়া হবে জলের ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ প্রভৃতির ক্ষেত্রেও। শিল্পপতিদের কারখানা গড়ে তোলার আহ্বান জানানো হবে। সেই সঙ্গে শিল্পপার্কগুলিতে বিভিন্ন লজিস্টিক ওয়ারহাউস, কোল্ড স্টোরেজ, মৎস্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ ক্ষেত্র প্রভৃতি গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। শিল্পপার্কগুলি গড়ে উঠলে পশ্চিম মেদিনীপুর সহ সমগ্র জঙ্গলমহল এলাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।