মেদিনীপুর লোকসভা (Medinipur Result) আসনের এখনও পর্যন্ত পাওয়া ফলাফলে সব হিসাব উল্টে গেছে! দিলীপ-গড়ে (Dilip Ghosh) অগ্নিমিত্রার (Agnimitra Pal) বিপর্যয় এখন শুধু সময়ের অপেক্ষা! বড় জয়ের পথে তৃণমূল প্রার্থী জুন মালিয়া (June Maliya)! লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) গণনার এখনও পর্যন্ত পাওয়া ফলাফলে মেদিনীপুর আসনে তৃণমূল প্রার্থী জুন মালিয়া ৪০ হাজার ৫৪৯ ভোটে এগিয়ে।
এখনও পর্যন্ত জুন মালিয়ার প্রাপ্ত ভোট ৬ লক্ষ ৭ হাজার ৯০। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল শেষ পাওয়া হিসাবে ৫ লক্ষ ৬৬ হাজার ৫৪১ ভোট পেয়েছেন। খুব বড় হেরফের না ঘটলে মেদিনীপুরের তৃণমূল বিধায়িকা তথা অভিনেত্রী জুন মালিয়া বড় ব্যবধানে জয় পেতে চলেছেন মেদিনীপুর লোকসভা আসনেও।
মেদিনীপুর লোকসভা কেন্দ্রটি আক্ষরিক অর্থেই বিজেপি নেতা দিলীপ ঘোষের গড় হিসাবে পরিচিত। ২০১৯ সালে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করে দিলীপ ঘোষকে। তখন তিনি খড়গপুর সদরের বিজেপি বিধায়ক। তৃণমূলের ভরা বাজারেও ২০১৬ সালে নিকটতম প্রার্থী জ্ঞানসিং সোনপালকে হারিয়ে বিধায়ক হন দিলীপ৷ তারপর গোটা অঞ্চল রাজনৈতিক ভাবে পর্যবেক্ষণ শুরু করেন। বিশেষ করে লোকসভায় প্রার্থী হওয়ার পরেই আরও বেশি করে মেদিনীপুর অঞ্চল তাঁর হাতের তালুর মতো পরিচিত হয়ে ওঠে। নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের হেভিওয়েট প্রার্থী মানস ভূঁইয়াকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ৮৮ হাজার ৯৫২ ভোটে হারিয়ে দিল্লি যাত্রা করেন দিলীপ।
কিন্তু সাংসদ হওয়ার পরেও নিজের নির্বাচনী ক্ষেত্র সম্পর্কে বিস্মৃত হননি তিনি। প্রায়শই মেদিনীপুরে বিভিন্ন জনসংযোগ কর্মসূচিতে যোগ দিতেন সাংসদ হিসাবে। খড়গপুর ও মেদিনীপুরে রেলের একাধিক প্রকল্প বাস্তবায়নের জন্য নিজে তদ্বির করেন কেন্দ্রীয় সরকারের কাছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতামত, তাঁর রাজনৈতিক প্রভাবের কারণেই ২০১৯ সালের উপ-নির্বাচনে তৃণমূলের প্রদীপ সরকার জেতার পরেও ফের ২০২১ সালের বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর আসনটি পুনরুদ্ধার করেন হিরণ।
অথচ তাৎপর্যপূর্ণ ভাবে, এই লোকসভা ভোটে মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপকে মেদিনীপুর থেকে সরিয়ে প্রার্থী করা হয় বর্ধমান-দুর্গাপুর আসনে। মেদিনীপুর আসনে তৃণমূলের জুন মালিয়ার বিরুদ্ধে বিজেপি প্রার্থী করে অগ্নিমিত্রা পালকে। বিজেপির এই সিদ্ধান্তে বিজেপি নেতাকর্মীরা তো বটেই বিরোধীরাও ভ্রু কুঁচকে ছিলেন। অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দিলীপ-গড়ে দিলীপ ঘোষের অনুপস্থিতি বিজেপি-কে সমস্যায় ফেলতে পারে। তাই এখন মেদিনীপুর লোকসভা আসনে জুন মালিয়ার আসন্ন জয় ও অগ্নিমিত্রার বিপর্যয় অবলোকন করে বিশেষ বিস্মিত হচ্ছেন না মেদিনীপুরের রাজনৈতিক মহল।