Medinipur: মেদিনীপুর শহরে ভয়াবহ আগুন! নাবালকের মৃত্যু

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

মেদিনীপুর শহরে (Medinipur) ভয়াবহ আগুন! আগুনে পুড়ে ছাই দু’টি বাড়ি সহ ছয়টি দোকান৷ আগুনে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের আঘাতে মৃত্যু হয়েছে স্থানীয় বাসিন্দা এক নাবালক শিশুর! বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের (Medinipur) গেট বাজার এলাকায়। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এইদিন ভোরে মেদিনীপুরের গেট বাজার এলাকার একটি মিষ্টির দোকানে আগুন লাগে। আগুন লেগেছে বুঝতে পেরে স্থানীয় বাসিন্দারা ও অন্যান্য দোকানের কর্মচারীরা বের হয়ে আসেন। আগুন নেভাতে সচেষ্ট হন তাঁরা। সেই সময় প্রভাত রানা নামে স্থানীয় বাসিন্দা এক নয় বছরের শিশুও আগুনের আতঙ্কে বাড়ি থেকে বের হয়ে এসেছিল। আচমকাই দোকানের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয় এবং তা সজোরে বাইরে ছিটকে এসে শিশুটিকে আঘাত করে। পেটে গুরুতর আঘাত লাগা অবস্থায় শিশুটিকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কিন্তু আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে এলাকার ৬টি দোকান ও ২টি বাড়ি। প্রাথমিক ভাবে অনুমান, মিষ্টির দোকানে ইলেকট্রিক লাইনে শর্ট সার্কিটের কারণে লেগেছিল আগুন।