Medinipur District Magistrate: উন্নয়নের সঙ্গে কোন আপস নয়, বৈঠকে কড়া বার্তা জেলাশাসকের

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

উন্নয়নের কাজের সঙ্গে কোনরকমভাবেই আপস করা যাবে না। এক বৈঠকে এই নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক(Medinipur District Magistrate)। বৈঠকে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি, অতিরিক্ত জেলাশাসকগণ। ছিলেন জেলার তিন মহকুমা শাসক, সমষ্টি উন্নয়ন অধিকারীবৃন্দ। বৈঠকে কর্মশ্রী প্রকল্প, অর্থ কমিশনের তহবিলের ব্যবহার, গ্রামোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এই বৈঠকে পানীয় জল এবং পরিচ্ছন্নতা সম্পর্কে গুরুত্ত্বপূর্ণ বার্তা দেন জেলাশাসক। বিস্তারিত আলোচনা করা হয় জল স্বপ্ন প্রকল্পের বিষয়ে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় পাঁচ হাজার তেতাল্লিশটি গ্রামে জল স্বপ্ন প্রকল্পের অধীনে কাজ শুরু করা হবে। সেই সঙ্গে সমস্ত শ্রমিকদের কর্মশ্রী প্রকল্পের আওতায় আনার কথাও ঘোষণা করা হয়। গ্রামের প্রতিটি ঘরে ঘরে যেন জল পৌঁছে যায় সেই বিষয়েও নজর দেওয়ার কথা বলা হয়।

আরও পড়ুনঃ উত্তরবঙ্গের জন্য সুখবর, মেদিনীপুর হয়ে পুরি পৌঁছে করুন জগন্নাথ দর্শন

ভোটের পরেও সরকার যে উন্নয়নের কাজে কোনরকমভাবে খামতি রাখতে চাইছে না সে বিষয়ে বার্তা দেন জেলাশাসক। এদিনের বৈঠকে আলোচনা হয় জেলার স্বাস্থ্য পরিষেবা সম্পর্কেও। সরকারি হাসপাতালে উপযুক্ত পরিষেবা, চিকিৎসক এবং নার্সিং স্টাফদের উপস্থিতি নিয়ে আলোচনা করা হয় এদিন।