Medinipur: আন্তর্জাতিক ক্যারাটেতে সোনা মেদিনীপুরের দ্বিতীয় শ্রেনীর পড়ুয়ার

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় ভারতের মুখ উজ্জ্বল করল মেদিনীপুর (Medinipur) শহরের নেপালিপাড়ার বাসিন্দা সোমরাজ পান্ডে। গত ২৫ এবং ২৬ মে নেপালে অনুষ্ঠিত হয় NSKA আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। সেই প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকার করেছে মেদিনীপুর (Medinipur) শহরের নেপালিপাড়ার বাসিন্দা সোমরাজ। তার এই সাফল্যে খুশি তার বাবা – মা থেকে প্রতিবেশীরা।

শুক্রবার সোনা জয় করে শহরে ফেরে ছোট্ট সোমরাজ। তাকে শুভেচ্ছা জানান তার কোচ, পরিজন সহ অনেকে। সোমরাজের কোচ রাসবিহারী পাল জানান, “সোমনাথ প্রথমবারের জন্য ভারতের বাইরে কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিল। ওই ক্যারাটে প্রতিযোগিতায় ১২ টি দেশ থেকে প্রায় কয়েকশো প্রতিযোগী অংশ নিয়েছিল। তাদের মধ্যে থেকে সোমনাথ সোনা জেতায় আমি খুশি। ভবিষ্যতে ওর আরও সাফল্য কামনা করি।”

সোমরাজের বাবা মলয় পান্ডে ছেলের এই সাফল্যের জন্য তার ক্যারাটের শিক্ষককে ধন্যবাদ জানান। সোমনাথের মা জানান, “ছেলের এই সাফল্যে আমরা খুশি। ওর ক্যারাটে শিক্ষককে ধন্যবাদ জানানোর ভাষা নেই।” নেপাল থেকে সোনা জয় করে ফেরার পর খুশি সোমরাজও।