Mandarmani Illegal Hotel: মন্দারমণিতে (Mandarmani) মাথায় হাত হোটেল ব্যবসায়ীদের। ১৪০টি বেআইনি হোটেল (Illegal Hotel) ভাঙার কড়া নির্দেশ দিয়েছে পূর্ব মেদিনীপুর (Purba Midnapore) জেলা প্রশাসন। জাতীয় পরিবেশ আদালতের রায় কার্যকর করতেই এই কড়া নির্দেশ প্রশাসনের। রাজ্যে উৎসবের মরশুম চলছে। এরপর শীতের শুরু থেকেই সৈকত শহরে বাড়তে চলেছে পর্যটকদের আগমন। সেই সময়ে প্রশাসনের নির্দেশে কার্যত মাথায় হাত হোটেল ব্যবসায়ীদের।
দীর্ঘদিন ধরে মন্দারমণির সমুদ্র সৈকত জুড়ে গড়ে উঠেছে অজস্র হোটেল, হোম স্টে, লজ। অভিযোগ, সেগুলি অধিকাংশই উপকূলীয় আইন না মেনে তৈরি হয়েছে। জাতীয় পরিবেশ আদালত ২০২২ সালে ঐ বেআইনি হোটেলগুলি ভাঙার নির্দেশ দেয়। তা মেনে গত ১১ নভেম্বর কোস্টাল রেগুলেটেড জোন ম্যানেজমেন্ট অথরিটি মন্দারমণি এবং আরও চারটি মৌজায় ১৪০টি হোটেল, হোম স্টে, লজ ভাঙার নির্দেশ দিয়েছে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি আগামী ২০ নভেম্বরের মধ্যে সেই নির্দেশ কার্যকর করতে নির্দেশ দিয়েছেন। ফলে ভাঙা পড়তে চলেছে দাদনপাত্রবাড়ে ৫০টি, সোনামুইয়ে ৩৬টি, সিলামপুরে ২৭টি, মন্দারমণিতে ৩০টি হোটেল এবং দক্ষিণ পুরুষোত্তমপুর মৌজায় একটি লজ।
রাজ্যে উৎসবের মরশুম শুরু হওয়ার পর থেকেই মন্দারমণিতে পর্যটকদের ভিড় বাড়তে থাকে। শীতকালে ভিড়ে পরিপূর্ণ থাকে সৈকত শহরটি। কিন্তু প্রশাসনের সিদ্ধান্তে পর্যটক সমাগমে প্রভাব পড়েছে। রাজ্যে ঠান্ডা পড়ছে। কিন্তু সপ্তাহান্তেও ভিড় যথেষ্ট কম। এরপর একসঙ্গে ১৪০টি হোটেল ভাঙা পড়লে স্থানীয় কর্মসংস্থানের উপরেও যথেষ্ট প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।