Mandarmani Hotel: মন্দারমণির হোটেল নিয়ে হাইকোর্টের আদেশ, কী ভবিষ্যৎ বেআইনি হোটেলগুলির

Published On:

Mandarmani Hotel: পূর্ব মেদিনীপুরে (Purba Midnapore) মন্দারমণিতে বেআইনি হোটেল ভাঙার (Mandarmani Hotel) আদেশের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করলো কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার অনুপস্থিতিতে বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন, আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত এই বিষয়ে কোনও পদক্ষেপ করা যাবে না। বিচারপতি অমৃতা সিনহা আপাতত পোর্ট ব্লেয়ার বেঞ্চে। তিনি কলকাতা বেঞ্চে ফিরে এলে আগামী ১৭ জানুয়ারি এই মামলাটির পরবর্তী শুনানি হবে।

দীর্ঘদিন ধরে মন্দারমণির সমুদ্র সৈকত জুড়ে গড়ে উঠেছে অজস্র হোটেল, হোম স্টে, লজ। অভিযোগ, সেগুলি অধিকাংশই উপকূলীয় আইন না মেনে তৈরি হয়েছে। জাতীয় পরিবেশ আদালত ২০২২ সালে ঐ বেআইনি হোটেলগুলি ভাঙার নির্দেশ দেয়। তা মেনে গত ১১ নভেম্বর কোস্টাল রেগুলেটেড জোন ম্যানেজমেন্ট অথরিটি মন্দারমণি এবং আরও চারটি মৌজায় ১৪০টি হোটেল, হোম স্টে, লজ ভাঙার নির্দেশ জারি করে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি আগামী ২০ নভেম্বরের মধ্যে সেই নির্দেশ কার্যকর করতে নির্দেশ দেন। এই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মন্দারমণির হোটেল মালিকদের সংগঠন। গত গত ২২ নভেম্বর জেলাশাসকের নির্দেশের উপর ১৩ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি অমৃতা সিনহা।

ইতিমধ্যে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিচারপতি সিনহা বর্তমানে পোর্ট ব্লেয়ার এজলাসে। তাঁর অনুপস্থিতিতে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত মন্দারমণির হোটেল সংক্রান্ত বিষয়ে স্থগিতাদেশ আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করলেন বিচারপতি জয় সেনগুপ্ত।