Malda: পড়ুয়ারাই শিক্ষক, শিক্ষক করেন অফিসের কাজ! আজব অবস্থা মালদহের স্কুলে

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

আজব অবস্থা মালদহের (Malda) স্কুলে! এখানে পড়ুয়ারাই শিক্ষক! আর শিক্ষকের অভাবে স্কুলের একমাত্র শিক্ষক একাই করেন স্কুল অফিস, মিল ডে মিল তদারকি সহ যাবতীয় সমস্ত কাজ! শিক্ষকের অভাবে মালদহের (Malda) হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাংনদিয়া বাংরুয়া মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের শিক্ষাব্যবস্থা শিকেয় ওঠার জোগাড়!

গাংনদিয়া বাংরুয়া মাধ্যমিক শিক্ষাকেন্দ্র ২০০১ সালে শুরু হয়। ২০০৩ সালে মেলে সরকারি অনুমোদন। তখন দু’জন শিক্ষকের বেতন চালু হয়। পরে নিযুক্ত হয়েছিলেন ৬ জন শিক্ষক। ক্রমে স্কুলের ১ জন শিক্ষকের মৃত্যু হয় এবং ৪ জন শিক্ষক ধাপে ধাপে অবসর নেন। ২০২২ সাল থেকে আর কোনও শিক্ষক নিয়োগ হয়নি এই প্রতিষ্ঠানে। তখন থেকেই মাত্র এখন ১ জন শিক্ষক নিয়েই টিম টিম করে চলছে স্কুল।

পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এই স্কুলে নেই কোনও কর্মীও। ফলে স্কুলের একমাত্র শিক্ষক রাহানুল হকই স্কুলের প্রধান শিক্ষক, পিওন, মিড ডে মিলের তদারক, শিক্ষক সমস্ত কিছু। অফিসের কাজের কারণে তিনি ক্লাস নিতে না পারলে সমস্ত ক্লাস শিক্ষকশূন্য থাকে। তিনি ক্লাস নিলে একটি ক্লাসে শিক্ষক, বাকিগুলিতে কেউ নেই। এই পরিস্থিতিতে উঁচু ক্লাসের পড়ুয়ারা নিচু ক্লাসের পড়ুয়াদের ক্লাস নেয়। শিক্ষকের অভিযোগ, বারবার শিক্ষকের জন্য আবেদন করার পরেও নতুন শিক্ষক মেলেনি। অসন্তোষ পড়ুয়াদের অভিভাবকদের মধ্যেও। অনেকেই এলাকার স্কুল ছেড়ে অন্যত্র পড়ুয়াদের ভর্তি করছেন। শিক্ষকের অভাবে শিকেয় উঠেছে মালদহের স্কুলটির পঠনপাঠন।