Malda: মালদহবাসীর জন্য সুখবর, এবার অন্ধত্ব দূরীকরণ হবে জেলাতেই

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

মালদহ (Malda) জেলার জন্য বড় সুখবর। এবার চোখের সব সমস্যার সমাধান মালদহবাসীর (Malda) হাতের কাছেই। আরও সঠিকভাবে বলতে গেলে বলতে হয় অন্ধত্ব নিয়ে আর চিন্তা নেই। এতদিন অন্ধত্ব দূরীকরণের জন্য মালদহের মানুষকে ভরসা করতে হত অন্য কোন জেলার উপর। কারণ মালদহ মেডিক্যাল কলেজে (Malda Medical College) ছিল না কোন আইব্যাঙ্ক (Eye Bank)। যার ফলে চোখের কর্নিয়ার অপারেশন সম্ভব হচ্ছিল না। অবশেষে সেই সমস্যা দূর হতে চলেছে।

দীর্ঘদিন ধরেই মালদহ মেডিক্যাল কলেজ (Malda Medical College) কর্তৃপক্ষ আইব্যাংক খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। অবশেষে সফল হল সেই প্রচেষ্টা। বৃহস্পতিবার মালদহ মেডিক্যাল কলেজে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল জেলার প্রথম আইব্যাঙ্কের।

এই বিষয়ে মালদহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, “আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম। কিন্তু বিভিন্ন কারণে কিছুতেই আইব্যাঙ্ক তৈরি করা যাচ্ছিল না। শেষপর্যন্ত এই প্রচেষ্টা সফল হওয়ায় আমরা খুশি।” আইব্যাঙ্ক তৈরি হওয়ায় তা যে বহু মানুষের দুশ্চিন্তা দূর করবে তা বলাই – বাহুল্য। অন্ধত্ব দূরীকরণের ক্ষেত্রে এটি নিঃসন্দেহে বড় পদক্ষেপ।