স্বপ্নীল মজুমদার: শুক্রবার সাত সকালে ঝাড়গ্রাম(Jhargram) শহরের মূল সবজি বাজারে হাজির হলেন ঝাড়গ্রাম সদরের মহকুমাশাসক শুভ্রজিৎ গুপ্ত(Sub-Divisional Magistrate Subhrajit Gupta)। এদিন যৌথ টাস্কফোর্সের সদস্যরাও ছিলেন তাঁর সঙ্গে। ছিলেন এসডিপিও (ঝাড়গ্রাম) সামিম বিশ্বাস, জেলা কৃষি বিপণন আধিকারিক শ্রাবণী চক্রবর্তী, পুরপ্রধান কবিতা ঘোষ প্রমুখ।
প্রথমে ঝাড়গ্রাম রেল বাজারের(Jhargram Rail Market)পাইকারি আনাজ ব্যবসায়ীদের দরদাম দেখেন মহকুমা শাসক। দামের তারতম্য দেখে রীতিমত অসন্তুষ্ট মহকুমাশাসক জানিয়ে দেন, বাজারে দর নির্দিষ্ট রাখতে হবে। এরপর খুচরো বাজারেও একই সবজির বিভিন্ন দাম দেখে ব্যবসায়ীদের ধমক দেন কৃষি বিপণন দফতরের আধিকারিকরাও।
এদিন পাইকারি বাজারে আনাজ বিক্রি করতে আসা চাষিদের সঙ্গেও কথা বলেন মহকুমাশাসক। চাষিরা জানান, সার ও বীজের দাম বেড়েছে। চাষের খরচ বেড়েছে। ন্যুনতম দামে না বিক্রি করলে সংসার চলবে কিভাবে? অন্যদিকে পাইকারি ব্যবসায়ীরা জানান, যোগানের ঘাটতির কারণে আনাজের দাম বাড়ছে।
আরও পড়ুনঃ ডিসেম্বর থেকেই নতুন পদক্ষেপের ঘোষণা, লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় আপডেট
বৃষ্টির অভাবে আনাজের ফলন হয়নি। খুচরো ব্যবসায়ীরা জানান, ৬০ টাকা প্রতি কেজি পাইকারি দরে আনাজ কিনে ৮০ টাকা কেজি দরে না বিক্রি করলে তো হাতে কিছুই আসবে না! মহকুমাশাসক সকলের উদ্দেশ্যে বলেন, এমনভাবে চলুন যাতে ক্রেতা ও বিক্রেতা উভয়েই সন্তুষ্ট থাকেন।