Lions Club: লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ

Published On:

নিজস্ব প্রতিনিধি: লায়ন্স ক্লাব(Lions Club) অফ মেদিনীপুর ও শিলদা চন্দ্রশেখর কলেজের এন এস এস ইউনিটের উদ্যোগে পালন করা হলো ‘বৃক্ষরোপণ(Plantation) উৎসব’। আয়োজকদের ডাক ছিল ‘ফিরে চল মাটির টানে’। পাশাপাশি আয়োজন করা হয় একটি সেমিনারের।

আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগ হবে টেট পরীক্ষার মাধ্যমে, জেনে নিন বিস্তারিত

বৃক্ষ ও পরিবেশ সম্পর্কিত সেমিনারে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ সুশান্ত দোলই, অধ্যাপক সুশান্ত দে, মেদিনীপুর লায়ন্স ক্লাবের সভাপতি রাজপ্রসাদ মাহাতো, সম্পাদক সমীর মণ্ডল, প্রাক্তন সভাপতি পিনাক বিজয় চক্রবর্তী। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অশোক রুদ্র।

এদিন মোট ১০০টি চারা গাছ রোপন করা হয়। উল্লেখ্য, সম্প্রতি লায়ন্স ক্লাবের পক্ষ থেকে বিশেষভাবে সক্ষমদের ট্রাই সাইকেল বিতরণ করা হয়েছিল। রবীন্দ্রনগরের শতাব্দী ভবনে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরের।