স্বপ্নীল মজুমদার~ মানুষ আস্থা রেখে ভোট দিয়েছেন। তাই বাজি ফাটিয়ে মিছিল করে বিজয় উৎসব পালন নয়। বিজয় মিছিলের পরিবর্তে লালগড়ের রামগড় অঞ্চলে রক্তদান শিবির করল তৃণমূল (TMC)। রবিবার রামগড় হাইস্কুলে ওই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
যৌথ আয়োজনে ছিল আইএনটটিউসি-র রামগড় অঞ্চল কমিটি, তৃণমূলের মহিলা অঞ্চল কমিটি ও যুব তৃণমূলের অঞ্চল কমিটি। রামগড় পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীরানি বাগ সহ দলের পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধি, নেতৃত্ব ও কর্মী মিলিয়ে ৮৪ জন রক্তদান করেন।
আরও পড়ুনঃ ভোটে শোচনীয় হার কেন? পর্যালোচনা বৈঠকে নেগাচারী কুড়মিরা
উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক রবিন টুডু, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অজিত মাহাতো, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ বিরবাহা সরেন টুডু, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাউ, মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ কুনামি হাঁসদা প্রমুখ।