Kharagpur: খতরনাক খড়গপুর! গুলি চললো প্রকাশ্য দিবালোকে, জখম তৃণমূল কর্মী

Published On:

খতরনাক খড়গপুর (Kharagpur)! প্রকাশ্য দিবালোকে গুলি চললো তৃণমূলের কার্যালয়ে সামনে। গুলিতে জখম হয়েছেন একজন তৃণমূল কর্মী। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর (Kharagpur) টাউন থানার অন্তর্গত ১৫ নম্বর ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে খড়গপুরের ১৫ নম্বর ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকার তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে গাছের নীচে কয়েক জন তৃণমূল কর্মী বসেছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সেই সময় একটা স্কুটিতে করে মুখ ঢাকা তিন যুবক সেখানে এলে গাছের তলায় বসে থাকা লোকজন দৌড়ে পালান। স্কুটি থেকে নামা এক জনের হাতে বন্দুক ছিল। কয়েক জন তাঁদের দিকে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করলে পাল্টা গুলি চলে। যদিও GNE Bangla-র তরফে ফুটেজ ও দাবির সত্যতা যাচাই করা হয়নি।

আরও পড়ুনঃ লক্ষ লক্ষ মশা দিয়েই তৈরি হচ্ছে আমার-আপনার প্রিয় খাবার, বার্গার কিন্তু কেন?

ঘটনার সময় উপস্থিত বি সন্তোষ নামে এক তৃণমূল কর্মীর কোমরে গুলি লাগে। ঐ তৃণমূল কর্মীর পায়ে সমস্যা থাকায় তিনি দৌড়ে পালাতে পারেননি। এরপরেই মুখ ঢাকা ব্যক্তিরা ওখান থেকে পলায়ন করে। গুরুতর আহত সন্তোষকে প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ও পরে শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করানো হয়েছে। আহত ব্যক্তি নিউ সেটেলমেন্ট এলাকার বাসিন্দা।

ঘটনার প্রেক্ষিতে পশ্চিম মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, পুলিশ ঘটনার তদন্ত করছে। তবে এই ঘটনা ব্যক্তিগত এবং এর সঙ্গে দল বা রাজনীতির কোনও সম্পর্ক নেই বলে তিনি দাবি করেছেন। এই ঘটনায় খড়গপুর শহরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।