Kharagpur RPF: পশ্চিম মেদিনীপুর (Paschim Midnapore) জেলার রেলশহর খড়গপুরে রেল সুরক্ষা বাহিনী তথা আরপিএফ-এর (RPF) বড় সাফল্য! ধরা পড়লো ৬ জন আন্তঃরাজ্য মোবাইল চোর ও পাচারকারী। উদ্ধার হয়েছে আনুমানিক প্রায় ৬০ লক্ষ টাকা মূল্যের ৩০২টি চোরাই মোবাইল এবং নগদ ৩ লক্ষ ৯১ হাজার টাকা। সেই সঙ্গে আরপিএফ (RPF) বাজেয়াপ্ত করেছে একটি চারচাকা গাড়ি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রেল শহর খড়গপুরে (Kharagpur)।
আরও পড়ুনঃ আরজি কর থেকে শিক্ষা নিল জঙ্গলমহল? মেডিকেল কলেজগুলির পরিকাঠামো খতিয়ে দেখতে বৈঠক মেদিনীপুরে
আরপিএফ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ১৮০৪৬ ডাউন হায়দ্রাবাদ-শালিমার ইস্টকোস্ট এক্সপ্রেসে ডিউটিতে ছিলেন আরপিএফের দুই লেডি কনস্টেবল রিঙ্কু যাদব ও সঙ্গীতা দেবী। সেই সময় এ২ কামড়ায় সফররত দুই যাত্রীর গতিবিধি তাঁদের সন্দেহজনক মনে হওয়ায় তাঁরা জেরা শুরু করেন। জেরায় পুলি ভানেশ নামে ঐ যুবক ও তার মহিলা সহযাত্রী সতপতি মহালক্ষ্মী ভেঙে পড়ে। তাদের সঙ্গে থাকা তিনটি ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় ৬০ লক্ষ টাকা মূল্যের ৩০২টি চোরাই মোবাইল। আটক করা হয় ঐ দুই রেলযাত্রীকে। তাদের জেরা করে মোবাইল পাচার চক্রে তাদের সঙ্গীদের খোঁজ মেলে। খড়গপুরে অভিযানে নামে আরপিএফ।
মঙ্গলবার খড়গপুরে আরপিএফ-এর দল অভিযান চালিয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে একটি আর্টিকা গাড়ি সহ চারজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ৩ লক্ষ ৯১ হাজার টাকা নগদ উদ্ধার হয়। ধৃতদের মঙ্গলবার সন্ধ্যায় খড়গপুর জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়েছে। বুধবার ধৃতদের আদালতে পেশ করা হবে। খড়গপুর স্টেশন ও সংলগ্ন এলাকায় মোবাইল খোয়া গিয়েছে অনেক যাত্রীর। এর পিছনে র্যাকেট জড়িত বলেও সন্দেহ দীর্ঘদিনের। আরপিএফ এর সাফল্যে সেই চোরেদের দৌরাত্ম্য কিছুটা হলেও কমবে বলে আশাবাদী রেলযাত্রীরা।