Kharagpur RPF: খড়গপুরে পাকড়াও ৬ মোবাইল চোর, উদ্ধার ৬০ লক্ষ টাকার ৩০২টি চোরাই মোবাইল

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Kharagpur RPF: পশ্চিম মেদিনীপুর (Paschim Midnapore) জেলার রেলশহর খড়গপুরে রেল সুরক্ষা বাহিনী তথা আরপিএফ-এর (RPF) বড় সাফল্য! ধরা পড়লো ৬ জন আন্তঃরাজ্য মোবাইল চোর ও পাচারকারী। উদ্ধার হয়েছে আনুমানিক প্রায় ৬০ লক্ষ টাকা মূল্যের ৩০২টি চোরাই মোবাইল এবং নগদ ৩ লক্ষ ৯১ হাজার টাকা। সেই সঙ্গে আরপিএফ (RPF) বাজেয়াপ্ত করেছে একটি চারচাকা গাড়ি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রেল শহর খড়গপুরে (Kharagpur)।

আরপিএফ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ১৮০৪৬ ডাউন হায়দ্রাবাদ-শালিমার ইস্টকোস্ট এক্সপ্রেসে ডিউটিতে ছিলেন আরপিএফের দুই লেডি কনস্টেবল রিঙ্কু যাদব ও সঙ্গীতা দেবী। সেই সময় এ২ কামড়ায় সফররত দুই যাত্রীর গতিবিধি তাঁদের সন্দেহজনক মনে হওয়ায় তাঁরা জেরা শুরু করেন। জেরায় পুলি ভানেশ নামে ঐ যুবক ও তার মহিলা সহযাত্রী সতপতি মহালক্ষ্মী ভেঙে পড়ে। তাদের সঙ্গে থাকা তিনটি ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় ৬০ লক্ষ টাকা মূল্যের ৩০২টি চোরাই মোবাইল। আটক করা হয় ঐ দুই রেলযাত্রীকে। তাদের জেরা করে মোবাইল পাচার চক্রে তাদের সঙ্গীদের খোঁজ মেলে। খড়গপুরে অভিযানে নামে আরপিএফ।

মঙ্গলবার খড়গপুরে আরপিএফ-এর দল অভিযান চালিয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে একটি আর্টিকা গাড়ি সহ চারজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ৩ লক্ষ ৯১ হাজার টাকা নগদ উদ্ধার হয়। ধৃতদের মঙ্গলবার সন্ধ্যায় খড়গপুর জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়েছে। বুধবার ধৃতদের আদালতে পেশ করা হবে। খড়গপুর স্টেশন ও সংলগ্ন এলাকায় মোবাইল খোয়া গিয়েছে অনেক যাত্রীর। এর পিছনে র‍্যাকেট জড়িত বলেও সন্দেহ দীর্ঘদিনের। আরপিএফ এর সাফল্যে সেই চোরেদের দৌরাত্ম্য কিছুটা হলেও কমবে বলে আশাবাদী রেলযাত্রীরা।