খড়গপুরের রাবণ দহন (Kharagpur Ravan Dahan) এই বছর শততম বর্ষে। শনিবার বিজয়া দশমীর সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের রাবণ পোড়া মাঠে অনুষ্ঠিত হতে চলেছে রাবণ দহন। খড়গপুর পৌরসভা, পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় দশেরা কমিটির উদ্যোগে চলছে অনুষ্ঠানের শেষ মূহুর্তের প্রস্তুতি।
বিগত ৯৯ বছর ধরে পশ্চিম মেদিনীপুরের রেল শহর খড়গপুরে অনুষ্ঠিত হয়ে আসছে রাবণ দহন। কথিত আছে বিজয়া দশমী তথা দশেরার দিন রাবণকে বধ করেছিলেন রাম। অশুভ শক্তির অবসান ও অধর্মের বিনাশ করে শুভ শক্তির সূচনালগ্ন হিসাবে উপস্থাপিত হয় রাবণ দহন। শনিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারের হাতে রাবণ দহন অনুষ্ঠিত হবে৷ সঙ্গে আতসবাজির প্রদর্শন ও অন্যান্য অনুষ্ঠানও আয়োজিত হয়েছে।
শনিবারের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান প্রদীপ সরকার, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি প্রমুখরা। শততম বর্ষের এই অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে খড়গপুরের দশেরা কমিটির তরফে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি।