Kharagpur: প্রকাশ্য দিবালোকে গুলি, খড়গপুরের ঘটনায় গ্রেফতার ২

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

খড়গপুরে (Kharagpur) প্রকাশ্য দিবালোকে গুলি চালনার ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার দিন-দুপুরে গুলি চলে খড়গপুরে (Kharagpur) তৃণমূল কংগ্রেস কার্যালয়ের পাশে। এই ঘটনায় আহত হন বি সন্তোষ নামের এক যুবক। তিনি নিজেকে তৃণমূলকর্মী বলে দাবি করেছেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রশ্ন ওঠে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে।

প্রসঙ্গত কয়েকদিন আগেই ব্যারাকপুরের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে তার কাছে আসে হুমকি ফোন। এমনকি বাইকে ওভারটেক করার মতো ঘটনাকে কেন্দ্র করে গুলি চালানোর ঘটনা ঘটেছিল খাস কলকাতায়। ফলে স্বাভাবিকভাবেই বিরোধীরা প্রশ্ন তুলতে থাকেন পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে।

খড়গপুরে প্রকাশ্য দিবালোকে গুলি চলার ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে শিউরে উঠেছিলেন অনেকেই। অবশেষে সেই সিসিটিভির সূত্র ধরেই দুই দুষ্কৃতীর খোঁজ পেল পুলিশ। জানা গেছে দুই দুষ্কৃতীর নাম ভিকি পিল্লাই এবং উত্তম কোন্ডল। তাদের থেকে বাজেয়াপ্ত করা হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র এবং বেশ কয়েক রাউন্ড গুলি। সেইসঙ্গে উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকাও। বুধবার দুপুরে দুই দুষ্কৃতীকে আদলতে পেশ করে পুলিশ।

পুলিশের অনুমান, রেলের টেন্ডার সংক্রান্ত কোন ঝামেলা থেকেই বি সন্তোষ নামক ওই যুবকের উপর হামলার ঘটনা ঘটে থাকতে পারে। আহত যুবক আপাতত মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় যুক্ত আরও একজনের খোঁজে তল্লাশি চলছে।