চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Kharagpur IIT: আইআইটি খড়গপুর (Kharagpur IIT) গবেষণা করবে দেশের ডিজিটাল স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করার লক্ষ্যে। গবেষণা হবে রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা। আইআইটির (Kharagpur IIT) গবেষণায় সহযোগী হবে টাটা গোষ্ঠীর (Tata Group) টিসিএস (TCS)। টিসিএসের (TCS) কর্মকুশলতার সঙ্গে মেলবন্ধন ঘটবে আইআইটি খড়গপুরের গবেষণা উৎকর্ষের। সেজন্য উন্নতি প্রযুক্তিসম্পন্ন গবেষণা কেন্দ্র তৈরি হবে কলকাতার নিউটাউনে। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে গবেষণা চালাতে সম্প্রতি উক্ত দুই প্রতিষ্ঠান চু্ক্তিবদ্ধ হয়েছে, এমনটাই জানিয়েছে আইআইটি কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, নিউটাউনে গড়ে উঠতে চলা নতুন গবেষণা কেন্দ্রে থাকবে আইআইটি খড়গপুর রিসার্চ পার্ক ও টিসিএস রিসার্চ সেন্টারের মোট তিনটি অত্যাধুনিক গবেষণাগার। অত্যাধুনিক কম্পিউটিং, এমবেডেড সিস্টেম ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে গবেষণা হবে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা এবং অটোমেশনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলি নিয়ে। গবেষণায় ব্যবহার করা হবে সেন্সিং ও কমিউনিকেশনস, অত্যাধুনিক কম্পিউটিং, অ্যানালিটিক্স, রোবটিক্স এবং ভিজ্যুয়াল কম্পিউটিং-এর। এছাড়াও টিসিএসের মাইনিং, কৃষি, মোবিলিটি, স্বাস্থ্য ব্যবস্থা এবং উৎপাদন-সহ একাধিক ক্ষেত্রে গ্রাহকদের পরিষেবা সংক্রান্ত বিষয়েও চলবে গবেষণা। সদ্য এই নিয়ে চুক্তি স্বাক্ষর করেছে টিসিএস ও আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ।
চুক্তির বিষয়ে আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক বীরেন্দ্র কুমার তেওয়ারি জানিয়েছেন, “অ্যাডভান্সড রিসার্চ সেন্টার তৈরি করতে টিসিএস-এর সঙ্গে আমাদের চুক্তি সাহায্য করবে ৷ কলকাতায় সদ্য তৈরি হওয়া আইআইটি খড়গপুর রিসার্চ পার্কে গবেষণায় তারা আমাদের সহযোগিতা করবে।” তিনি আরও জানিয়েছেন, “টিসিএস-এর শিল্পক্ষেত্রে দক্ষতার সঙ্গে আইআইটি খড়গপুরের বিশ্বমানের গবেষণার ক্ষমতাকে একত্রিত হবে৷ এর মাধ্যমে পরিবর্তনশীল আবিষ্কার চালিয়ে যাওয়া হবে, যা সাধারণ মানুষের জীবন ধারণের মান উন্নত করবে এবং স্বাস্থ্য পরিষেবা ও ইন্টেলিজেন্স সিস্টেমের অগ্রগতির ক্ষেত্রে অবদান রাখবে।”