Kharagpur IIT Ranking: আইআইটি খড়গপুরের নয়া সম্মান, র‍্যাঙ্কিং-এ দেশে দ্বিতীয়

Published On:

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Kharagpur IIT Ranking: নতুন সম্মান আইআইটি খড়গপুরের মুকুটে! কিউএস সাস্টেনেবিলিটি বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং ২০২৫-এ (QS World University Ranking 2025) দেশে দ্বিতীয় সেরা প্রতিষ্ঠানের তকমা পেয়েছে দেশের প্রাচীনতম আইআইটি (Kharagpur IIT)। এছাড়াও বিশ্ব র‍্যাঙ্কিং-এ ১৪৭ ধাপ উঠে এসে ২০২তম স্থান ও এশিয়ায় ২৩তম স্থান অর্জন করেছে আইআইটি খড়গপুর।

বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানীয় র‍্যাঙ্কিং হল কিউএস সাস্টেনেবিলিটি ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং। বিশ্বের ১৭৫১টি প্রতিষ্ঠানের পরিবেশগত গবেষণা, স্থায়িত্ব, জ্ঞানের আদানপ্রদান, চাকরি প্রভৃতি একাধিক বিষয়ে সমীক্ষা চালিয়ে এই বছরের ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫ প্রকাশ করেছে কিউএস কর্তৃপক্ষ। সেই তালিকাতেই দেশে দ্বিতীয়, বিশ্বে ২০২তম ও এশিয়ার ২৩ তম স্থান পেয়েছে খড়গপুর আইআইটি। প্রতিষ্ঠানের এই সাফল্যে গর্ব ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানের ডিরেক্টর প্রফেসর ভিকে তিওয়ারি। এই সাফল্য প্রতিষ্ঠানের সবুজায়ন, পরিবেশ গবেষণা ও অন্যান্য ক্ষেত্রে দায়বদ্ধতাকে নিশ্চিত করে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, আইআইটি খড়গপুর দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা, ৫জি নেটওয়ার্ক, সেফটি ইঞ্জিনিয়ারিং, আধুনিক কৃষি সহ একাধিক ক্ষেত্রে উন্নতির প্রতি দায়বদ্ধ।

কিউএস ইউনিভার্সিটি সাস্টেনেবিলিটি র‍্যাঙ্কিং প্রতিষ্ঠানগুলির সামাজিক ও পরিবেশগত অবসান এবং স্থায়ী উন্নয়নের ক্ষেত্রে অবদানগুলিকে পর্যালোচনা করে। সাম্প্রতিক সময়ে শিক্ষাক্ষেত্রে খড়গপুর আইআইটি-র বিভিন্ন সম্মান, দেশের গবেষণাক্ষেত্রে যোগদান, চাকরি ও সামাজিক ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে মিলিত কার্যপ্রণালী এই পর্যালোচনায় প্রতিষ্ঠানকে র‍্যাঙ্কিং পয়েন্ট এনে দিয়েছে।