চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Kharagpur IIT Placement: আইআইটি খড়গপুরে চলছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্লেসমেন্ট। তাতেই রেকর্ড বেতনে চাকরি পেলেন আইআইটি খড়গপুরের (Kharagpur IIT) পড়ুয়ারা। ইতিমধ্যেই প্রতিষ্ঠানের ৮০০ জন পড়ুয়া চাকরির অফার (Placement) পেয়ে গিয়েছেন। তারই মধ্যে একজন পড়ুয়া বার্ষিক ২ কোটি ১৪ লক্ষ টাকা বেতনের অফার পেয়েছেন। যা আইআইটি খড়গপুরের প্লেসমেন্টের (Kharagpur IIT Placement) ইতিহাসে সর্বোচ্চ। বার্ষিক ১ কোটি টাকা বেতনের অফার পেয়েছেন ৯ জন।
আইআইটি খড়গপুরে গত ১ লা ও ২রা ডিসেম্বর চলেছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্লেসমেন্ট। সফটওয়্যার, ব্যাঙ্কিং, ফিনান্স, কোর ইঞ্জিনিয়ারিং বিভাগের বহু নামী দামী কোম্পানি উপস্থিত হয়েছিল প্লেসমেন্টে। ছিল মাইক্রোসফট, গুগল, অ্যাপেল, ক্যাপিটাল ওয়ান, মাস্টারকার্ডের মতো বহুজাতিক কোম্পানি। প্লেসমেন্টে এতদিন সর্বোচ্চ বার্ষিক ১.৫ কোটি টাকার চাকরি পাওয়ার ইতিহাস ছিল আইআইটি খড়গপুরে। সেই রেকর্ড ভেঙে একজন পড়ুয়া বার্ষিক ২ কোটি ১৪ লক্ষ টাকা বেতনের অফার পেয়েছেন। প্রতিষ্ঠানের ৮০০ জন পড়ুয়া চাকরির অফার পেয়ে গিয়েছেন।
আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক ভিকে তিওয়ারি জানিয়েছেন, প্রতিষ্ঠানে পড়ুয়াদের কেরিয়ার গড়ার লক্ষ্যে কেরিয়ার ডেভলপমেন্ট সেন্টার গড়ে তোলা হয়েছে। বছর দু’বার করে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিক কনক্লেভ আয়োজিত হচ্ছে। চাকরির বাজার সংকুচিত হলেও আইআইটি খড়গপুর নিজেদের মান ধরে রাখতে সচেষ্ট বলে জানিয়েছেন তিনি।