Kharagpur: পশ্চিম মেদিনীপুর (Paschim Midnapore) জেলা জুড়ে স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করে তুলতে নেওয়া হতে চলে একাধিক উদ্যোগ। সেই উদ্যোগে খড়গপুর মহকুমা হাসপাতালেও (Kharagpur Sub Divisional Hospital) একটি ১০০ শয্যার মাতৃমা বিভাগ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। নতুন এই মাতৃমা বিভাগ (Matrima) চালু হলে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের (Midnapore Medical College) উপর চাপ অনেকটাই কমবে বলে অভিমত বিশেষজ্ঞ মহলের।
আরও পড়ুনঃ আজকের রাশিফল ১৮/২/২০২৫
খড়গপুর মহকুমা হাসপাতালে একটি চারতলা বিশিষ্ট নতুন ভবন নির্মিত হয়েছিল। তার একটি তলাই আপাতত প্রশাসনিক কাজের জন্য ব্যবহৃত হয়। অবশিষ্ট তিনটি তলা জুড়ে ১০০ শয্যার অত্যাধুনিক ‘মাদার অ্যান্ড চাইল্ড হাব’ তথা মাতৃমা গড়ে তুলতে উদ্যোগী হয়েছে জেলা স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, চার তলা ভবনের দ্বিতীয় তলে তিনটি অপারেশন থিয়েটার এবং একটি লেবার রুম থাকবে। তৃতীয় তল ও চতুর্থ তল মিলিয়ে প্রসূতিদের জন্য ৮০টি ও সদ্যোজাতদের জন্য ২০টি, সব মিলিয়ে মোট ১০০টি শয্যা সংখ্যা থাকবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরে এটি হবে জেলার দ্বিতীয় মাতৃমা বিভাগ সম্বলিত হাসপাতাল।
অন্যদিকে স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে আরও একাধিক উদ্যোগ নিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতর। ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে তৈরি হবে একটি নতুন ভবন। আনন্দপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ১০ শয্যার পরিষেবা শুরু হবে। কেশপুর গ্রামীণ হাসপাতালের শয্যা সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৫০ করা হবে। কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালের শয্যা সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৬০ করা হবে।