Kharagpur Flower Vally: মাঠ জুড়ে হলুদ আগুন! ফুলের সমারোহ খড়গপুরের বড়কলায় গাঁদা ও সরিষা ক্ষেতে

Published On:

Kharagpur Flower Vally: পূর্ব মেদিনীপুরের Flower Vally ক্ষীরাইয়ের সঙ্গে আমরা সকলেই পরিচিত! কিন্তু পশ্চিম মেদিনীপুরেও রয়েছে এমনই এক ফুলের বাগান (Flower Vally)। মাঠ জুড়ে যেন হলুদ আগুন লেগেছে। যেদিকে তাকাবেন সরিষা ও গাঁদা ফুল ফুটে রয়েছে মাঠে। পাশ দিয়ে বয়ে গিয়েছে কংসাবতী নদী। জায়গাটি খড়গপুরের (Kharagpur) বড়কলা (Barkola) ও সংলগ্ন এলাকা।

যাঁরা বেড়াতে ভালোবাসেন তাঁদের কাছে এখন পূর্ব মেদিনীপুরের ফুলের বাগান ক্ষীরাই অন্যতম আকর্ষণ। কিন্তু পূর্ব মেদিনীপুরের ক্ষীরাই ছাড়াও পশ্চিম মেদিনীপুরেও রয়েছে এমনই এক আকর্ষনীয় এলাকা। যেখানে বিঘার পর বিঘা শুধুমাত্র গাঁদা ফুলের বাগান। পাশ দিয়ে বয়ে চলেছে নদী, নদীর পাড় বরাবর সরিষের ক্ষেত। খড়গপুরের বড়কলা ও সংলগ্ন এলাকার সৌন্দর্য্য আপনার মন টানবেই। ক্ষীরাইয়ে ফুলের মরশুমে ভিড় লেগেই থাকে। অন্যদিকে, বড়কলা অনেকটাই কোলাহল মুক্ত।

খড়গপুর শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই এই বড়কলা। খড়গপুর গ্রামীণ এলাকা এই বড়কলায় সহজেই যাওয়া যেতে পারে মেদিনীপুর থেকে। মেদিনীপুর শহরের উপকন্ঠে নজরগঞ্জ এলাকার আমতলা ফেরি ঘাটের অপর পাড়েই বড়কলা। কংসাবতী নদীর উপর পারাপারের জন্য রয়েছে সাঁকো। ক্ষীরাইয়ের ভিড় এড়িয়ে এই শীতের ছুটিতে ঘুরে আসতেই পারেন বড়কলার ফুলের ক্ষেত।