নিজস্ব প্রতিনিধি: খড়গপুরে (Kharagpur)ফেসবুক ও লিঙ্কিং অ্যাপের মাধ্যমে বিদেশে মোটা টাকার চাকরি দেওয়ার টোপ দিয়ে বেকার যুবকদের কয়েক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল একটি সংস্থার বিরুদ্ধে। শুধু টাকা হাতানোই নয়, বিদেশে যাওয়ার জন্য যুবকদের বিমানের জাল টিকিটও দেওয়া হয়েছিল।
খড়গপুর শহরের ইন্দা এলাকার অটোয়াল বিল্ডিংয়ে কয়েক মাস আগে ঝাঁ চকচকে অফিস খুলে বসেছিল ‘ব্রাইট ফিউচার কোম্পানি’। ফেসবুক ও লিঙ্কিং অ্যাপে বিদেশে চাকরির বিজ্ঞাপন দিয়েছিল ওই সংস্থা। কিন্তু সংস্থাটি যে ভুয়ো সেটা ঘুণাক্ষরেও কেউ বুঝতে পারেননি।
পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যের বেকার যুবকরা বিজ্ঞাপন দেখে আবেদন করেছিলেন। প্রত্যেকের কাছ থেকে গড়ে ১ লক্ষ, দেড় লক্ষ কিংবা তারও বেশি টাকা নেওয়া হয়েছিল। ইরাক, তুরস্ক, কানাডায় চাকরি হয়েছে বলে আবেদনকারীদের জানানো হয়েছিল। সংস্থায় টাকা মিটিয়ে বিদেশে চাকরির জন্য দিল্লি বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন ওই যুবকরা। কিন্তু ফ্লাইটের টিকিট দেখাতেই জোর ধাক্কা খান সকলেই। বিমানবন্দরের সুরক্ষা কর্মীরা জানিয়ে দেন, প্রত্যেকের টিকিট জাল।
আরও পড়ুনঃ স্পিকার পদের দাবি থেকে সরে এল টিডিপি, পরবর্তী স্পিকার হচ্ছেন এই পরিচিত মুখ
প্রতারণার শিকার যুবকরা সংস্থার সঙ্গে কোনও ভাবেই যোগাযোগ করতে পারেননি। ইন্দায় সংস্থার অফিসে গিয়ে দেখা যায় দরজায় তিনটি তালা ঝুলছে। প্রতারিত যুবক ঝাড়খণ্ড রাজ্যের বিট্টু কুমার জানালেন, ফেসবুক ও লিঙ্কিং অ্যাপে বিজ্ঞাপন দেখে তিনি যোগাযোগ করেছিলেন। খড়গপুরে সংস্থার অফিসের চাকচিক্য দেখে সংস্থাটির উপর ভরসা হয়েছিল। সংস্থার কথা মত পাসপোর্ট সহ অন্যান নথিপত্র জমা দেওয়ার পাশাপাশি, কোম্পানির কথা মতো অনলাইনে ও নগদে মোট ৯০ হাজার টাকা জমা দিয়েছিলেন বিট্টু।
বিট্টুর মতো প্রতারিত বিহারের গোপালগঞ্জ জেলার দুই বাসিন্দা মোহাম্মদ সাজ্জাদ আনসারী, সাকির আনসারী বলছেন, ‘‘আমরা ১৪ জুন দিল্লি বিমানবন্দরে পৌঁছই। ওখানে আমাদের বলা হয় ফ্লাইটের টিকিট ভুয়ো। তারপর কোম্পানির সঙ্গে যোগাযোগ করি। কিন্তু কোম্পানির ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি। খড়গপুরে কোম্পানির অফিসে গিয়ে দেখি তালা ঝোলানো।’’
প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে প্রতারিতরা খড়গপুর টাউন থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।