Karam Parab Holiday: করম পরবে ছুটি ঘোষণা রাজ্য সরকারের, ছুটি থাকবে সমস্ত সরকারি স্থানে

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

করম পরবে ছুটি ঘোষণা (Karam Parab Holiday) করলো রাজ্য সরকার। আগামী ১৪ সেপ্টেম্বর করম পরব উপলক্ষ্যে রাজ্যের সমস্ত সরকারি অফিস, স্কুল, কলেজ ছুটি থাকবে। নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই ছুটির ঘোষণা করা হয়েছে। যদিও করম পরবে এই বছর থেকে রাজ্য সরকার ছুটি দেবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে বিগত বছরগুলিতে করম পরবে সেকসেনাল ছুটি মঞ্জুর করতো রাজ্য সরকার। ফলে রাজ্যের নির্দিষ্ট কিছু জায়গাতেই ঐদিন ছুটি থাকতো। করম পরবে সাধারণ ছুটির দাবিতে দীর্ঘদিন আন্দোলন করেছে কুরমি সংগঠনগুলি। মুখ্যমন্ত্রী সেই দাবিকে মান্যতা দিয়ে জানিয়েছিলেন, এতদিন সবেবরাত এবং করম পুজোতে সেকশনাল ছুটি থাকত। এবার থেকে সমস্ত রাজ্যে ঐদিন ছুটি থাকবে৷ সেই অনুযায়ী করম পরবের আগে ছুটি ঘোষণা করলো নবান্ন।

ছোটনাগপুর মালভূমি এলাকার জনজাতিদের কৃষি উৎসব হল করম পরব। প্রধানতঃ কুড়মী, কামার, কুমোর, মুন্ডা, ভূমিজ, হিতামিতান জনগোষ্ঠীর উৎসব এটি। কুমারী মেয়েরা পালন করে এই করম পরব। করম পরবে সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে আছে জাওয়া গীত। করম পরবের একসপ্তাহ আগে থেকেই জাওয়া তোলা হয়ে গেলে কুড়মী এবং অন্যান্য জনজাতিদের গ্রামগুলি থেকে সন্ধ্যাবেলা ভেসে আসে জাওয়া গানের সুর। এক সপ্তাহ পরে ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে হয় গরাম থানে হয় করম পুজো।