আরজিকর কাণ্ডের(RG Kar case) প্রতিবাদে সারা দেশ জুড়ে সর্বস্তরের মানুষ পথে নেমেছেন। চিকিৎসক থেকে আইনজীবী, কলেজ পড়ুয়া থেকে শিক্ষক, অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সংগীত শিল্পী, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, সমাজের সর্বস্তরের মানুষকেই পথে নেমে দোষীদের কঠোর শাস্তির দাবিতে আন্দোলন করতে দেখা যাচ্ছে। এবার সেই আন্দোলনে সাধারণ মহিলাদের সঙ্গে সরব হলেন মেদিনীপুরের(Midnapore) সাংসদ জুন মালিয়া।
দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে রাস্তায় নেমে মিছিল করেছেন। তিনিও দোষীদের শাস্তির দাবি করেছেন। যদিও তা নিয়ে বিরোধীরা অনেক প্রশ্ন তুলেছেন। এবার মেদিনীপুরের(Midnapore) রাস্তায় দেখা গেল, সাধারণ মহিলাদের সঙ্গে জুন মালিয়া(June Malia) একত্রিত হয়ে প্রতিবাদ জানাচ্ছেন।
রাখি বন্ধনের দিন জুন মালিয়া মেদিনীপুর(Midnapore) শহরে সমস্ত রাজনৈতিক দলের পতাকা সরিয়ে আর জি কর কাণ্ডের প্রতিবাদে মোমবাতি মিছিল করলেন। এই প্রসঙ্গে জুন মালিয়া বলেন, ‘আমি একজন মহিলা, নারী এবং মা হয়ে মেদিনীপুরের রাস্তায় এসেছি। কোনো সাংসদ বা অভিনেত্রী হয়ে এখানে নামি নি। সমস্ত মহিলাদের নিয়ে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ মিছিল করা হয়েছে। এর সঙ্গে কোনো রাজনীতির যোগ নেই।’ পাশাপাশি জুন মালিয়া জানালেন, রাখি বন্ধন উৎসবের দিনটিকে “অভয়ার” প্রতি উৎসর্গ করেছেন তারা।
আরও পড়ুনঃ শান্তিপূর্ণ জমায়েতে অশান্তির ছক কষায় গ্রেফতার ২, দাবি পুলিশের
জুন মালিয়ার কথায়, ‘আগামী দিনে মৃতা চিকিৎসক “অভয়ার” মতো পরিণতি যাতে আর না ঘটে তার সংকল্প করলাম। আমাদের সবার একটাই দাবি, সিবিআই এর কাছে তদন্ত গিয়েছে। যাতে তাড়াতাড়ি বিচার হয়। যে বা যারা এই অপরাধের সঙ্গে জড়িত, সিবিআই তাড়াতাড়ি তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। আমরা চাই, অপরাধীদের ক্যাপিটাল পানিশমেন্ট হোক।’
মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া আরো বলেন, ‘আমি একজন সাংসদ। বিষয়টি পার্লামেন্টে তুলব। সংসদে যতজন মহিলা সাংসদ আছেন, আগামী সেশনে যাতে এই বিষয়টি নিয়ে পার্লামেন্টে আলোচনা হয়, তার জন্য অনুরোধ করব।’ তার সঙ্গে কেন্দ্রীয় আইনকে আরো শক্ত করার কথা বলেন জুন মালিয়া।