স্বপ্নীল মজুমদার: জঙ্গলমহলের(Jangalmahal) স্বশাসনের(Self Rule) দাবি নিয়ে জোরদার আন্দোলনে যাওয়ার ঘোষণা করল আদিত্য কিস্কুর নেতৃত্বাধীন ঝাড়খণ্ড অনুশীলন পার্টি (জেএপি)(J.A.P)।
বৃহস্পতিবার ঝাড়গ্রাম(Jhargram) শহরের একটি অতিথিশালায় দলের নতুন ঝাড়গ্রাম জেলা কমিটি গঠিত হল। সাত জনের নতুন জেলা কমিটির সভাপতি হয়েছেন সনাতন হেমব্রম। এদিন আদিত্যের দলের ঝাড়গ্রাম জেলা সভাপতির মত গুরুত্বপূর্ণ পদ পেলেন সনাতন।
আরও পড়ুনঃ সিপিএম নেতা খুনে সাতাশ বছর পর যাবজ্জীবন সাজা
এদিন দলের আগামী রণকৌশল নিয়ে দলীয় বৈঠক করেন জেএপি-র কেন্দ্রীয় সভাপতি আদিত্য কিস্কু ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অসিত খাটুয়া। অসিত বলেন, ‘‘জঙ্গলমহলের চার জেলাকে (বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর) নিয়ে ‘স্বশাসিত ঝাড়খণ্ড উপত্যকা পরিষদ’ গঠনের জন্য কেন্দ্র ও রাজ্যের কাছে দাবি জানিয়ে জোরদার আন্দোলন শুরু হবে।’’