Jhargram: সিপিএম নেতা খুনে সাতাশ বছর পর যাবজ্জীবন সাজা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

স্বপ্নীল মজুমদার: সিপিএম নেতা খুনের আসামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিলেন ঝাড়গ্রাম(Jhargram) জেলার প্রথম অতিরিক্ত দায়রা আদালতের বিচারক জীমূতবাহন বিশ্বাস। তবে বিচার প্রক্রিয়া শেষ করে সাজা ঘোষণা করতে সময় লাগল ২৭ বছর।

সাজাপ্রাপ্ত সুন্দর সরেনের বাড়ি জামবনি(Jamboni) থানার ঢ্যাংবহড়া গ্রামে। ১৯৯৭ সালের ১৫ জুলাই খুন হন জামবনির তঞতালীন সিপিএম লোকাল কমিটির সদস্য জাহ্নবী বেরা। তাঁর বাড়িও ছিল ঢ্যাংবহড়া গ্রামে। ঝাড়গ্রাম(Jhargram)জেলার মুখ্য সরকারি কৌঁসুলি প্রশান্ত রায় জানান, ঘটনার দিন চাষের জমি দেখতে গিয়েছিলেন জাহ্নবী। জমি দেখে বাড়ি ফেরার পথে স্থানীয় চাঁদাবিলা এলাকায় জাহ্নবীকে গুলি করে খুন করা হয়। জাহ্নবীর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে সুন্দর সহ তিন জনকে গ্রেফতার করা হয়। পরে অভিযুক্তরা শর্তাধীন জামিনে ছাড়া পেয়ে যায়।

আরও পড়ুনঃ চলচ্চিত্রে বেলিয়াবেড়া প্রহরাজ বাড়ি, হচ্ছে মিউজিয়াম

১৯৯৮ সালের ২১ জুলাই মামলার চার্জশিট জমা দেয় পুলিশ। ২০১৫ সালের ২৯ অগস্ট মামলার বিচার শুরু হয়। তদনন্তকারী অফিসার অপূর্ব নাগ সহ মোট ১১ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। বুধবার সুন্দরকে দোষী সাব্যস্ত করে আদালত। বাকি দু’জন অভিযুক্ত প্রমাণের অভাবে বেকসুর খালাস পান। বৃহস্পতিবার সাজা ঘোষণা করেন বিচারক।