স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে (Jhargram) বিদ্যুৎ ট্রান্সমিশন (West Bengal Electric Transmission) কোম্পানির সাব স্টেশনে শটসার্কিটের দরুন ফ্ল্যাশ আউটের জেরে দগ্ধ হলেন দু’জন ইঞ্জিনিয়ার। রবিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম (Jhargram) শহরের পুরাতন ঝাড়গ্রাম এলাকার ঘটনাটি ঘটেছে। জখম দুই কর্মী হলেন সৌমেন জানা ও জয়দীপ দত্ত।
জানা গিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় দুই ইঞ্জিনিয়ার ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সৌমেনের শরীরের আশি শতাংশ পুড়ে গিয়েছে এবং জয়দীপের ডান হাত পুড়েছে। জয়দীপের বাড়ি শহরের রঘুনাথপুরে এবং সৌমেন শহরের সত্যবানপল্লী এলাকার বাসিন্দা। বিদ্যুৎ সংবহন কোম্পানির এক আধিকারিক জানাচ্ছেন, ‘ফ্লাশ ওভার’-এর ফলেই এমন ঘটনা। তবে কারণ খতিয়ে দেখা হচ্ছে। শহরের ওই এলাকায় স্টেট ট্রান্সমিশন কোম্পানির ১৩২ কেভি-র সাব স্টেশন রয়েছে। ঐ সময় সাব স্টেশনের কেবল ত্রুটি ধরা পড়ে। দুই কর্মী কেবল মেরামত করার সময় বিপত্তি ঘটে।