Jhargram Tiger: অবশেষে স্বস্তির শ্বাস ফেললো ঝাড়গ্রাম! ওড়িশার বাঘিনীর (Odisha Tigress) আপাতত ঝাড়গ্রামে (Jhargram) প্রবেশের সম্ভাবনা নেই। ঝাড়খণ্ডের জঙ্গল ঘুরে আপাতত ওড়িশার দিকেই অভিমুখ বাঘিনী জিনাতের। তেমনই খবর মিলেছে বন দফতর সূত্রে। প্রাপ্তবয়স্ক বাঘিনীর ঝাড়গ্রামের জঙ্গলে প্রবেশের সম্ভাবনায় আতঙ্কে ছিলেন জঙ্গল নিকটস্থ গ্রামগুলির বাসিন্দারা। সতর্ক ছিল বন দফতরও। আপাতত সেই আতঙ্ক থেকে মিলছে মুক্তি।
সিমলিপালের ব্যাঘ্র প্রকল্পের সংরক্ষিত বনাঞ্চলের পূর্ণ বয়স্ক বাঘিনী জিনাত। কিছুদিন আগেই নিজের স্বাভাবিক বিচরণস্থল ত্যাগ করে ঝাড়খণ্ডের দিকে চলে আসে সে। অনুমান, সিমলিপাল থেকে গুরবান্দা হয়ে সুবর্ণরেখা নদী পেরিয়ে ঝাড়খণ্ডে পৌঁছে ছিল বাঘিনীটি। তারপর থেকে জামশেদপুর বন বিভাগের চাকুলিয়া রেঞ্জের জঙ্গলে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে তাকে। মিলেছিল গবাদি পশুর দেহাবশেষও। ঝাড়গ্রাম-ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে এর জেরে আতঙ্ক ছড়ায়। রাজ্য বন বিভাগ কড়া পাহারা বসায়। সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের কর্মীরা তাকে ধরতে গভীর জঙ্গলে খাঁচা বসায়। ছাগল, মহিষের টোপও দেওয়া হয়। কিন্তু বাঘিনী ধরা দেয়নি। জিনাতের গলায় থাকা রেডিও কলারের সাহায্যে তার গতিবিধির উপর নজর রাখা হয়েছে। দিন কয়েক চাকুলিয়ার জঙ্গলে ঘুরে অভিমুখ বদলেছে সে।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ঝাড়খণ্ড থেকে ফের ওড়িশার দিকে অভিমুখ বদল করেছে জিনাত। রাজ্যের সীমান্ত থেকে সে ১৮-২০ কিলোমিটার দূরে। তার অভিমুখ বদলে স্বস্তির শ্বাস ফেলেছেন ঝাড়গ্রামবাসীরা।