স্বপ্নীল মজুমদার (ঝাড়গ্রাম): এবার ঝাড়গ্রাম(Jhargram) থেকে রাজ্যের শিক্ষারত্ন সম্মান পাচ্ছেন জেলার দু’জন শিক্ষক। ঝাড়গ্রাম জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক শক্তিভূষণ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউশনের (Jhargram Kumud Kumari Institution) প্রধান শিক্ষক বিশ্বজিৎ সেনগুপ্ত ও জামবনি বাণী বিদ্যাপীঠের (Jamboni Bani Vidyapeeth) প্রধান শিক্ষক অমিতাভ পাহাড়ি শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানের জন্য শিক্ষারত্ন সম্মান পাচ্ছেন। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন তাঁদের সম্মানিত করা হবে।
১৯৯৫ সালে পূর্ব মেদিনীপুরের(Purba Medinipur) একটি স্কুলে বিশ্বজিৎবাবুর শিক্ষকতা জীবনের শুরু। ২০০১ সালে ঝাড়গ্রামের(Jhargram) পড়িহাটি প্রগতিসঙ্ঘ জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক পদে যোগ দেন। তিনি প্রধান শিক্ষক থাকাকালীন স্কুলটি প্রথমে হাইস্কুল ও পরে উচ্চ মাধ্যমিকস্তরে উন্নীত হয়। ২০১৮ সালে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান হন বিশ্বজিৎবাবু। পরে ঐ পদ থেকে অব্যহতি মেলায় ফিরে যান পড়িহাটির স্কুলে। ২০২১ সালে ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হন তিনি।
অন্যদিকে জামবনি বাণী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক অমিতাভ পাহাড়ির শিক্ষকতা জীবনের শুরু ১৯৮৯ সালে জামবনি ব্লকের ডুমুরিয়া জগদীশচন্দ্র ইনস্টিটিউশনে সহশিক্ষক হিসেবে। ২০১১ সালে জামবনি বাণী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পদে যোগ দেন। ২০১২ সালে স্কুলটি উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়। ২০১৮ সালে স্কুলটি নির্মল বিদ্যালয় পুরস্কার পেয়েছে। দুই প্রধান শিক্ষককে আগামী ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবসের দিন ‘শিক্ষারত্ন’ সম্মানে সম্মানিত করা হবে রাজ্য সরকারের তরফে।