স্বপ্নীল মজুমদার: রাস্তা মেরামত হয়েছিল ৭২ লক্ষ টাকা খরচ করে। তৈরি হওয়ার পর তিন মাসের মধ্যে ঝাড়গ্রামের (Jhargram) আমরুলিয়া থেকে কেচন্দা যাওয়ার রাস্তাটির(Road) বেহাল অবস্থা। রাস্তা সংস্কারের জন্য ঠিকাদার সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে রাস্তার একাধিক জায়গায় পিচ উঠে গিয়ে খানাখন্দ হয়েছে। রাস্তার দু’পাশে মোরামের স্তূপ পড়ে রয়েছে। কাজ না হওয়ায় বৃষ্টির জলে ধুয়ে নষ্ট হচ্ছে মোরাম।
নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনাটি ঝাড়গ্রাম (Jhargram) ব্লকের রাধানগর (Radhanagar) গ্রাম পঞ্চায়েতের আমরুলিয়া থেকে কেচন্দা যাওয়ার ৪ কিমি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। স্থানীয় বাসিন্দারা রাস্তা সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছিলেন। জেলা পরিষদের উদ্যোগে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। বর্ষার আগে কাজ শেষ করার জন্য ঠিকাদার সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়।
আরও পড়ুনঃ হামলাকারী মত্ত যুবককে পিটিয়ে, কুপিয়ে মারল গ্রামবাসী, ধৃত ১, জখম ৩
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক (Pradanmantri Gram Sarak Yojna) যোজনার এই রাস্তার জন্য ৭২,২০,৩৩৭ টাকা বরাদ্দ করা হয়েছিল। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে ওই রাস্তার কাজ করা হয়। যার জেরে তিন মাসের মধ্যে রাস্তার পিচ উঠে যাচ্ছে। এমনকি ঠিকাদার সংস্থা যে বোর্ড লাগিয়েছে তাতে না আছে রাস্তা তৈরি শুরুর তারিখ না আছে শেষ তারিখ। তারফলে প্রশাসনের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন।