Jhargram: ঝাড়গ্রামে রামকৃষ্ণ মিশনের ইংরাজি মাধ্যম স্কুল, হল ভিত্তিপ্রস্তর স্থাপন

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

স্বপ্নীল মজুমদার: ঝাড়গ্রাম (Jhargram) শহরে জেনারেল ছাত্র-ছাত্রীদের জন্য এবার সিবিএসই বোর্ডের(CBSC Board) ইংরেজি মাধ্যম স্কুল গড়ছে রামকৃষ্ণ মিশন(Ramkrisna Mission Ashrama)। রবিবার সেই প্রস্তাবিত রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ভিত্তিপ্রস্তর স্থাপন হল শহরের ১৬ নম্বর ওয়ার্ডের শ্রীরামপুর এলাকায়।

সেখানে প্রায় ৭ একর জমিতে গড়ে তোলা হবে স্কুলের প্রাথমিক বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ। এদিন বিশেষ পুজোর মাধ্যমে স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। বিশেষ পূজা পাঠ করেন ব্রহ্মচারী বাপি মহারাজ ও স্বামী অলোকেশানন্দ। ঝাড়গ্রাম(Jhargram) রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী বেদপুরুষানন্দ জানালেন, খুব শীঘ্রই স্কুলের ভবনের কাজ শুরু হবে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই প্রাথমিক স্তরে পঠন পাঠন শুরু হবে। এদিন ভূমি পূজা ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক শক্তিভূষণ গঙ্গোপাধ্যায়, ঝাড়গ্রাম পৌরসভার পৌরপ্রধান কবিতা ঘোষ, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নবু গোয়ালা সহ বহু বিশিষ্টজন। এছাড়াও উপস্থিত ছিলেন বেলুড় রামকৃষ্ণ মঠ থেকে প্রকাশিত উদ্বোধন পত্রিকার সম্পাদক স্বামী কৃষ্ণনাথানন্দ, ঘাটশিলা মঠের সম্পাদক স্বামী নটরাজানন্দ।

আরও পড়ুনঃ ঝাড়গ্রামের শিক্ষারত্ন দুই প্রধান শিক্ষক, উচ্ছ্বাস শিক্ষানুরাগীদের

প্রসঙ্গত, বছর আটেক আগে অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী কল্যাণ দপ্তরের সরকারি ঝাড়গ্রাম একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়ের (Ekalavya Residential School) পরিচালনার ভার রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিশনের তত্ত্বাবধানে স্কুলটির সর্বাঙ্গীণ পরিকাঠামো ও শিক্ষাদান সংক্রান্ত বিষয়ের যথেষ্ট উন্নতি হয়েছে। তবে ওই স্কুলটি কেবলমাত্র আদিবাসী ছাত্র-ছাত্রীদের জন্য। স্বামী বেদপুরুষানন্দ বলেন, ঝাড়গ্রামের(Jhargram) বাসিন্দারা জেনারেল ছাত্র-ছাত্রীদের জন্য বহুদিন ধরেই একটি স্কুলের দাবি করছিলেন। সেই মতো সিবিএসই বোর্ডের স্কুলটি চালু করা হচ্ছে।