স্বপ্নীল মজুমদার (ঝাড়গ্রাম): বুধবার দুপুরে ঝাড়গ্রামের(Jhargram) মল্লদেব রাজ বংশের পুরনো রাজবাড়িটির (Jhargram Rajbari) দোতলার ছাদের একটি অংশ ভেঙে পড়ল। বর্তমান নতুন রাজবাড়ির পিছনে রয়েছে ২১৫ বছরের পুরনো দোতলা রাজবাড়িটি। কয়েক শতাব্দীর ইতিহাস বিজড়িত প্রাসাদটির দোতলার ছাদ ভেঙে পড়ায় তার অভিঘাতে একতালার ছাদটিরও একটি অংশও ভেঙে পড়েছে। তার তলায় চাপা পড়েছে বহু মূল্যবান আসবাবপত্র। রাজ পরিবারের বহু পুরনো সামগ্রী। তবে পুরনো প্রাসাদে কেউ থাকেন না। ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
১৫৭০ খ্রিস্টাব্দে রাজপুতানার সর্বেশ্বর সিংহ চৌহান ঝাড়গ্রামের জংলি মাল রাজাকে পরাস্ত করে মল্লদেব রাজ বংশের (Malladev Raj bangsa) সূচনা করেন। মল্লদেব রাজ বংশের শেষ রাজা ছিলেন নরসিংহ মল্লদেব। তাঁর আমলে ১৯৩০ সালে মুসলিম গথিক শৈলিতে তৈরি হয় নতুন রাজপ্রাসাদ। কিন্তু নরসিংহ জীবনের শেষদিন পর্যন্ত নতুন প্রাসাদের পিছনে পুরনো রাজবাড়ির দোতলায় একটি ঘরে থাকতেন। নতুন রাজপ্রাসাদের পিছনেই লোকচক্ষুর অগোচরে রয়েছে খিলান দেওয়া চুনসুরকির ২১৫ বছরের পুরনো দোতলা রাজবাড়িটি। ১৯৩০ সালে নতুন প্রাসাদ হওয়ার পরে পুরনো প্রাসাদটি লোকচক্ষুর অগোচরে চলে যায়।
নতুন প্রাসাদে এখন সপরিবারে থাকেন নরসিংহের দুই নাতি প্রাক্তন পৌরপ্রধান দুর্গেশ মল্লদেব ও তাঁর ভাই জয়দীপ মল্লদেব। এখনও নতুন রাজপ্রাসাদের ভিতরে সর্বসাধারণের প্রবেশাধিকার নেই। রাজ পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৯৭৬ সালের ১১ নভেম্বর নরসিংহের মৃত্যুর পরে পুরনো রাজবাড়িটি আর ব্যবহার করা হয় না। পুরনো যে রাজবাড়ির ছাদ ধসে পড়েছে সেটি তৈরি হয়েছিল ১৮১০ সালে। নরসিংহের প্রপৌত্র তথা দুর্গেশ মল্লদেবের ছেলে বিক্রমাদিত্য মল্লদেব বলেন, ‘‘এদিন দুপুর দু’টো নাগাদ পুরনো প্রাসাদের দোতলার ছাদটি ভেঙে পড়ে। ওই প্রাসাদে কেউ থাকেন না। তাই বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।’’ এদিন প্রশাসনের মাধ্যমে দমকলকে খবর দেওয়া হয়। ধ্বংসস্তূপের ভিতর চাপা পড়া রাজবাড়ির বহু পুরনো অ্যান্টিক সামগ্রী উদ্ধারের চেষ্টা হচ্ছে।