স্বপ্নীল মজুমদার: সারা গ্রীষ্ম পেরিয়ে গেলেও পরিষ্কার করা হয়নি ঝাড়গ্রাম(Jhargram)শহরের নিকাশি নালাগুলি। বর্ষার মরশুমে পরিষ্কার করা হচ্ছে নর্দমাগুলি। নিকাশি নালার নোংরা জঞ্জাল তুলে রাস্তার ধারে ঢাই করে রাখার ফলে বৃষ্টির জলে নোংরা কাদায় ভাসছে রাস্তা। দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়।
মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথা মোড় থেকে তথ্যকেন্দ্রের দিকের রাস্তায় এমনই সমস্যা দেখা যায়। এলাকার কিছু মানুষজন বলেন, “ঝাড়গ্রাম পুরসভা এতদিন উদাসীন ছিল। মুখ্যমন্ত্রীর ধমক খাওয়ার পরে এখন নড়েচড়ে বসেছেন পুর কর্তৃপক্ষ।
সামনে কলকাতায় তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ। তারপর বিভিন্ন দলীয় ও প্রশাসনিক পদে রদবদল করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমন আশঙ্কায় কি এখন বর্ষার শুরুতে নিকাশি নালা সাফাই করে কাজ দেখাতে চাইছেন পুরসভা কর্তৃপক্ষ।”
আরও পড়ুনঃ ‘সাহায্য দূরের কথা বিধায়ক ফোন করে একটা শুভেচ্ছাও জানাননি’, অলিম্পিকে ডাক পেয়েও অভিমানী আভা
শহরের নিকাশি নালাগুলি দীর্ঘদিন পরিষ্কার করা হয়নি। এখন বর্ষা শুরু হওয়ার পর ময়লা তুলে রাস্তার ধারে ফেলে রাখায় জানজটেরও সৃষ্টি হচ্ছে। ঝাড়গ্রাম শহরের ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সায়ন্তন রায় এবং অপূর্ব রায়ের অভিযোগ “সারা গ্রীষ্মকালটা পুরসভা নর্দমা পরিষ্কার করার সময় পেল না। এখন বৃষ্টি শুরু হতে নালা সাফ করা হচ্ছে। এরফলে পরিষ্কারের থেকে এলাকা নোংরা হচ্ছে বেশি। গরমের সময় এই কাজটি করলে এত সমস্যায় মানুষকে পড়তে হতো না। এখন বৃষ্টির পরে নর্দমা পরিষ্কার করা হচ্ছে সেই নোংরা বৃষ্টির জলে ভেসে এসে বাড়ির উঠোনে ঢুকে দুর্গন্ধ ছড়াচ্ছে।
ঝাড়গ্রামের পুরপ্রধান কবিতা ঘোষ বলেন, ‘‘বর্ষায় বৃষ্টির জল যাতে সহজে নিকাশি নালা দিয়ে প্রবাহিত হতে পারে, সেজন্য নিকাশি নালাগুলি পরিষ্কার করা হচ্ছে।’’ তবে পুরপ্রধানের আশ্বাস, নালা পরিষ্কারের পর যে সব নোংরা আবর্জনা রাস্তার ধারে রাখা হয়েছে, সেগুলি পুরসভার গাড়িতে করে সরিয়ে ফেলা হবে।