স্বপ্নীল মজুমদার (ঝাড়গ্রাম): ওয়ার্ডে পরাজয়ের দায় স্বীকার করে ফেসবুকে পোস্ট দিলেন এক তৃণমূল নেতা। যা নিয়ে শোরগোল পড়েছে তৃণমূলের অন্দরে। ঝাড়গ্রাম (Jhargram) লোকসভা ভোটের ফলাফলে তৃণমূলের ক্ষমতাসীন ঝাড়গ্রাম (Jhargram) পুরসভার ১১টি ওয়ার্ডে বিজেপি এগিয়ে। পিছিয়ে রয়েছে তৃণমূল। মাত্র ছ’টি ওয়ার্ডে তৃণমূলের লিড রয়েছে। একটি ওয়ার্ডে তৃণমূল ও বিজেপি সমান সমান ভোট পাওয়ায় ‘টাই’ হয়েছে।
যে ১১টি ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে তার অন্যতম ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হলেন আর্য ঘোষ। আর্য ঝাড়গ্রাম জেলা যুব তৃণমূলের সভাপতি। ফেসবুকে আর্য লিখেছেন, ‘‘আমার ১৩ নম্বর ওয়ার্ডও পরাজিত। ঝাড়গ্রাম পুরসভার কাউন্সিলর ও জেলার যুব সভাপতি হিসেবে আমি লজ্জিত। এর দরুণ দল সার্বিকভাবে যা সিদ্ধান্ত নেবে তা মাথা পেতে নেব।’’
ফেসবুক পোস্টের বিষয়ে প্রশ্ন করা হলে আর্য বলেন, ‘‘শহরে ভোট বিপর্যয়ের জন্য অনেকে অনেক কথা বলছেন। একে অপরকে দোষারোপ করছেন। তৃণমূলের দায়িত্বশীল সৈনিক হিসেবে আমিও দায় এড়াতে পারি না। তাই দলের শীর্ষ নেতৃত্ব পুরো বিষয়টি বিশ্লেষণ করে সার্বিকভাবে যা সিদ্ধান্ত নেবেন সেটা মেনে নেওয়ার কথাই ফেসবুকে লিখেছি।’’ লোকসভা ভোটে ঝাড়গ্রাম পুরসভার খারাপ ফলের জন্য বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে ঝাড়গ্রাম পুরসভার তৃণমূল কাউন্সিলরদের নিয়ে টেলি কনফারেন্সে ভার্চুয়াল বৈঠক করা হয়।