স্বপ্নীল মজুমদার: বজ্রপাতে মৃত(Lightning Death) চারজনের পরিবারের হাতে সরকারি সাহায্য তুলে দিল ঝাড়গ্রাম(Jhargram) জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা শাসকের নতুন কার্যালয় ভবনের সভাঘরে মৃতের নিকটাত্মীয়দের সরকারি সাহায্য তুলে দেন মন্ত্রী বিরবাহা হাঁসদা(Birbaha Hands), ঝাড়গ্রামের সাংসদ কালীপদ সরেন, নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু ও জেলাশাসক সুনীল আগরওয়াল। জেলা বিপর্যয় মোকাবিলা আধিকারিক রবীন্দ্রনাথ গায়েন জানান, প্রত্যেক মৃতের পরিবারকে দু’লক্ষ টাকার চেক ও অন্যান্য ত্রাণ সামগ্রী দেওয়া হয়।
গত সোমবার লালগড়ের(Lalgarh) শূটপিপুল গ্রামে জমিতে চাষের কাজ করার সময় বাজ পড়ে লাল্টু পূজারী ও তাঁর স্ত্রী কাজল পূজারীর মৃত্যু হয়। ওই দিনই বেলিয়াবেড়া(Beliyabera) থানা এলাকায় বাজ পড়ে লাউপাড়া গ্রামের মিহির মহাপাত্র ও চণ্ডীয়াস গ্রামের প্রফুল্ল মান্নার মৃত্যু হয়। মিহির তখন চাষের কাজ করছিলেন। আর প্রফুল্ল খালে মাছ ধরছিলেন। এদিন সাহায্য নিতে এসেছিল লাল্টু-কাজলের দুই নাবালক সন্তান শ্যামধন পূজারী ও প্রতিমা পূজারী। এছাড়াও এসেছিলেন মিহিরের স্ত্রী অনিমা মহাপাত্র ও প্রফুল্লের বিবাহিতা মেয়ে বাসন্তী বারিক।