Jhargram: হাতির হানায় ১৫ দিনে চারজনের মৃত্যু, ঝাড়গ্রামে আতঙ্ক

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

স্বপ্নীল মজুমদার (ঝাড়গ্রাম): জঙ্গলমহল জুড়ে হাতির হানায় মৃত্যু মিছিল অব্যাহত। রবিবার গভীর রাতে ঝাড়গ্রামের (Jhargram) লোধাশুলি বনাঞ্চলের বিরিহাড়ি বনক্ষেত্রের জারুলিয়া গ্রামে হাতির হানায় প্রাণ হারান শক্তিপদ মাহাতো (৩৪)। তাঁর বাড়ি জামবনি থানার রাজপাড়া গ্রামে। ঝাড়গ্রাম (Jhargram) জেলায় গত ১৫ দিনে হাতির হানায় এই নিয়ে ৪ জনের মৃত্যু হল।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার ব্যক্তিগত কাজে ঝাড়গ্রামের নেতুরা এলাকায় গিয়েছিলেন ওই যুবক। রাত হয়ে যাওয়ায় বাইকে জারুলিয়া লাগোয়া নেদাবহড়া গ্রামে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। জারুলিয়ার জঙ্গলপথে হাতির দলের সামনে পড়ে যান শক্তিপদ। হাতির হানায় গুরুতর জখম হন তিনি। খবর পেয়ে বনকর্মীরা শক্তিপদকে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শক্তিপদের শ্যালক প্রফুল্ল মাহাতো বলেন, “জামাইবাবু মোরাম, বালি, মাটি সরবরাহের কাজ করতেন। কাজের জন্য বিভিন্ন এলাকায় বাইকে করে যাতায়াত করতেন। রাত হয়ে গেলে মাঝে মধ্যে আমাদের বাড়িতে থাকতেন। রবিবার কাজ সেরে গভীর রাতে জামাইবাবু আমাদের বাড়ির উদ্দেশ্যে আসছিলেন। এই এলাকায় হাতির উপদ্রবে আমাদের জীবন বাঁচানো দায় হয়ে উঠেছ।’’

ঝাড়গ্রামের ডিএফও পঙ্কজ সূর্যবংশী বলেন, “রবিবার গভীর রাতে মোটর সাইকেলে জঙ্গলপথে যাওয়ার সময় দলহাতির সামনে পড়ে যান ওই যুবক। হাতির হানায় তাঁর মৃত্যু হয়।’’ মৃতের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে বন দফতর। জামাই ষষ্ঠীর আগে এমন ঘটনায় শোকের ছায়া শক্তিপদের শ্বশুরবাড়িতে। সোমবার সকালে নেদাবহড়া গ্রামের পঞ্চানন মান্না বাইক নিয়ে গ্রাম থেকে বেরোনোর সময় হাতির সামনে পড়ে যান। কোনও মতে তিনি প্রাণে বাঁচলেও তাঁর বাইকটি ভাঙচুর করে হাতি।