স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। বুধবার সকালে ঝাড়গ্রাম(Jhargram)শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বেনাগেড়িয়া এলাকার ঘটনা। মৃতার নাম চন্দ্রা দাস (৬১)। একাই থাকতেন তিনি।
স্থানীয়সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে দিদি নূপুর মজুমদারের সঙ্গে চন্দ্রার তুমুল বচসা হয়। বুধবার ভোরেও দুই বোনের মধ্যে তুমুল অশান্তি হয়। সকাল সাতটা নাগাদ সন্ধ্যা নামক দুধ বিক্রেতা এক মহিলা চন্দ্রার বাড়িতে দুধ দিতে এসে চন্দ্রাকে অগ্নিদগ্ধ অবস্থায় দেখতে পান। তিনি চিৎকার করে দিদি নূপুর মজুমদার কে ডাকলেও তিনি কোনো সাড়া দেন নি। পরে পড়শিরা চিৎকার শুনে এসে আগুন নেভান। স্থানীয় সূত্রে আরও জানা যায়, চন্দ্রা দাস কয়েক বছর আগে একটি সরকারি বাড়ি পেয়েছিলেন। কিন্তু তাঁর দিদি নূপুর বাড়িটি দখল করে নেন। চন্দ্রা একটি মাটির বাড়িতে থাকতেন।
আরও পড়ুনঃ ডাইন দেগে টাকা আদায়, পুলিশ প্রশাসনে নালিশ বৃদ্ধের
এদিন পুলিশ ও দমকল ঘটনাস্থলে আসে। পড়শিদের অভিযোগ, নূপুরই তাঁর বোনকে পুড়িয়ে মেরেছেন। স্থানীয় কাউন্সিলর নবু গোয়ালা বলেন, ‘‘ঘটনার প্রকৃত তদন্ত হওয়া প্রয়োজন। পুলিশ মৃতার দিদিকে ছেড়ে দিয়েছে। তিনি নিজের বাড়িতেই রয়েছেন। এরপর কোনও বিপত্তি হলে তার দায় কে নেবে?’’ পুলিশের বক্তব্য, এটি আত্মহত্যার ঘটনা। তাছাড়া নূপুরের বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ করেনি।